মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeবিদেশPakistani Hindu: হোলি উৎসবে যোগ দিয়ে হামলার শিকার লাহোর বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়ারা

Pakistani Hindu: হোলি উৎসবে যোগ দিয়ে হামলার শিকার লাহোর বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়ারা

- Advertisement -

লাহোর: পাকিস্তানে ফের সংখ্যালঘু হিন্দুদের (Pakistani Hindu) ওপর হামলার ঘটনা ঘটল। আর সেই ঘটনা ঘটল হোলি উৎসব উপলক্ষে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে নিজেদের মধ্যে রং আর আবির খেলার আয়োজন করেছিলেন হিন্দু পড়ুয়ারা।

কিন্তু পাকিস্তানের ইসলামি কট্টরপন্থীরা সেটা মেনে নিতে পারেনি। যে কারণে হিন্দু পড়ুয়াদের (Pakistani Hindu) হামলার শিকার হয়েছে পাকিস্তানের লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়াদের।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা ঘটনার প্রত্যক্ষদর্শী কাসিফ ব্রোহি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কট্টরপন্থী ছাত্র সংগঠন, ইসলামি জমিয়ত তুলবা (আইজেএল) সমর্থকেরা হোলি উৎসবে হামলা চালিয়েছেন।

তিনি আরও বলেন, ‘‘আইজেএল সমর্থকেরা হামলা চালিয়ে হোলি উৎসব পণ্ড করে দেন।’’ খেতকুমার নামে এক আহত ছাত্র বলেছেন, ‘‘ঘটনার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছি।’’

জানা গিয়েছে, পাক পঞ্জাব প্রদেশের রাজধানী শহরে সোমবার বিকেলে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ল’কলেজ প্রাঙ্গণের ওই ঘটনায় অন্তত ১৫ জন হিন্দু পড়ুয়া জখম হয়েছেন বলে সে দেশের সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে।

ঘটনার জেরে আবার সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠেছে পাকিস্তানে। মঙ্গলবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র খুররম শাহজাদ বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিশ্ববিদ্যালয় চত্বরে হোলি উৎসবের আয়োজন করা হয়েছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।’’

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর