নয়াদিল্লি –
শুক্রবার সকালে মহাকাশে নতুন মাইলফলক তৈরি করল ইসরো। এদিন ইসরো তার নতুন মিনি স্যাটেলাইট ভেহিক্যাল এসএসএলভি’র মাধ্যমে মহাকাশে ৩টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন করে নিজের সফলতার মুকুটে আরও একটি পালক জুড়ে ফেলল।
এদিন ইসরোর মিনি স্যাটেলাইট ভেহিক্যাল SSLV-D2 সকাল ৯টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপন করে। প্রায় ১৫ মিনিটে মহাকাশের ৪৫০ কিমি দূরে মোট ৩টি উপগ্রহকে স্থাপিত করাই ছিল ইসরোর এদিনের মিশনের মূল উদ্দেশ্য। ৩টি উপগ্রহ হল ইসরোর EOS -07, আমেরিকার বেসরকারি সংস্থা আন্তারিসের JENUS-1 এবং চেন্নাইয়ের বেসরকারি স্টার্টআপ স্পেসকিডজের AzaadiSAT-2। এই AzaadiSAT উপগ্রহটির বিশেষত্ব হল, ভারতের মোট ৭৫০ জন ছাত্রী এই উপগ্রহটি বানিয়েছে। এর আগে ৭ আগস্ট SSLV -D1 এর মাধ্যমে এই AzaadiSAT কে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেবার তৃতীয় স্টেজে গিয়ে কিছু যান্ত্রিক গলযোগের কারণে ইসরোর মিশন ব্যর্থ হয়ে যায়। যে কারণে এদিন ইসরোর SSLV-D2 মিশনের দিকে সারাবিশ্ব তাকিয়ে ছিল। কিন্তু মাত্র ৬ মাসের মধ্যেই ইসরো ফের নতুন মিশন সফলভাবে সম্পন্ন করে দেখিয়ে দিল – ভারত পারেনা এমন কাজ নেই।
#WATCH | Andhra Pradesh: ISRO launches Small Satellite Launch Vehicle-SSLV-D2- from Satish Dhawan Space Centre at Sriharikota to put three satellites EOS-07, Janus-1 & AzaadiSAT-2 satellites into a 450 km circular orbit pic.twitter.com/kab5kequYF
— ANI (@ANI) February 10, 2023
ইসরো এই প্রথম তার মিনি স্যাটেলাইট ভেহিক্যালের সফল উৎক্ষেপন করতে সক্ষম হল। ইসরোর নতুন প্রযুক্তিতে তৈরি এই মিনি স্যাটেলাইট ভেহিক্যাল SSLV ৫০০ কেজি পর্যন্ত পে-লোড নিয়ে মহাকাশে যেতে পারে। SSLV -এর বিশেষত্ব হল – মাত্র এক সপ্তাহের মধ্যেই একে তৈরি করা যেতে পারে। খরচও এত কম যে বিশ্বের যে কোনও মহাকাশ সংস্থাকে পাল্লা দিতে পারে। তাছাড়া, SSLV-এর মিশন পরিচালনার জন্যেও বিজ্ঞানীদের খুবই ছোট টিমের প্রয়োজন হয়। ফলে অতিদ্রুত খুব কম পয়সায় ছোট উপগ্রহ মহাকাশে পাঠাতে SSLV জুড়ি নেই। আন্তর্জাতিক ক্ষেত্রে সস্তায় মহাকাশে উপগ্রহ পাঠানো নিয়ে প্রতিযোগিতা চলছে। আর এদিন ইসরোর SSLV রকেটের সফল মিশনের পর বলতেই হবে – ভারত সারাবিশ্ব থেকে এবিষয়ে বেশ কয়েক কদম এগিয়ে গেল।