মাদ্রিদ – কথাতেই আছে, ঢেঁকি স্বর্গে গেলেও না কি ধান ভাঙে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্ষেত্রেও হয়তো কথাটা খাটে। তিনি যে হাঁটতে ভালোবাসেন – সেটা এখন আর কারও অজানা নয়। কিন্তু তাবলে শাড়ি পড়ে জগিং! তাও আবার বিদেশ-বিভুঁইয়ে!
অন্তত তেমনটাই দেখল বৃহস্পতিবারের সকালের মাদ্রিদ। সকাল তখন বুঝি ১০টা। স্পেনের মাদ্রিদ শহরের বিশাল পার্কে স্বাস্থ্যান্বেষী ভিড়। বিভিন্ন বয়সের লোকজন দৌড়চ্ছেন। হাঁটছেন। সাইকেল চালাচ্ছেন। রাস্তার পাশে শরীরচর্চাও কেউ কেউ করছেন। আর তারই মাঝে শাড়ি পড়ে জগিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এমন আজবকান্ড দেখে অনেকেই থমকে দাঁড়ালেন। কেউ কেউ শরীরচর্চা করতেও ভুলে গেলেন। শাড়ি-পরিহিতা এক মহিলাকে জগিং করতে দেখে কেউ কেউ এসে মোবাইলে ছবিও তুলতে শুরু করে দিলেন। পায়ে হাওয়াই চটি। মাথার চুল আঁট করে বাঁধা। পরনে সাদা সুতির শাড়ি। জগিংয়ের সময় দু’টি হাত দেহের সমান্তরালে ওঠানামা করছে। এমন ছবি কেউ ছাড়ে!
আগে রেলমন্ত্রী থাকার সময় পুরনো সংসদ ভবনের গোলচক্করে বেশ কয়েক পাক চক্কর লাগাতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর টালির ঘরেই ট্রেডমিল এনেছেন। ইদানিং আবার নামি-দামি কোম্পানির স্মার্ট ওয়াচে দেখে নেন দিনে অন্তত ১০ হাজার পা হাঁটা হল কি না! এহেন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে এসে চুপচাপ তো আর বসে থাকবেন না! তাই নিরাপত্তারক্ষী, পুলিশের তিন বড় কর্তা, সাংবাদিক এবং কয়েক জন শিল্পপতিদের নিয়ে মাদ্রিদের রাস্তায় দে দৌঁড় দে দৌঁড়। অবশ্য দৌঁড়টা ওই মোল্লার মসজিদ পর্যন্তই ছিল। রাস্তা পেরিয়ে বিশাল পার্কে পৌঁছনোর পর জোরে হাঁটা শুরু করেন মমতা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ঘণিষ্ঠবৃত্তের সাংবাদিকরা বলেন, বিদেশে গিয়ে এর আগেও হেঁটেছেন মমতা। তবে জগিং এই প্রথম। তবে দিদি ঘনিষ্ঠমহলের বক্তব্য, ইদানীং তিনি হাঁটার সঙ্গে জগিংও করে থাকেন। তবে খোলা রাস্তায় নয়। আর বিদেশে তো নয়ই। সে অর্থে মাদ্রিদ পার্কের সকাল-সফর খানিকটা বেনজিরই হয়ে রইল।