মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeপশ্চিমবঙ্গWest Bengal TET Scam: হাই স্কুলের ১,৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল,...

West Bengal TET Scam: হাই স্কুলের ১,৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল, জারি বিজ্ঞপ্তিও

- Advertisement -

কলকাতা – এবার এসএসসি-র গ্রুপ ডি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আজই বিজ্ঞপ্তি দিয়ে এই ১৯১১ জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

এ দিন এসএসসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, এসএসসি গ্রুপ ডি-তে মোট ২৮২৩ জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল৷ তার মধ্যে ১৯১১ জন এখনও চাকরি করছেন৷ সেই ১৯১১ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এদিন বিচারপতি বলেন, ‘‘আমার বিশ্বাস বেআইনি ভাবে দুর্নীতি করে এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।’’

শুক্রবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর আইনজীবী আদালতে স্বীকার করে নেন, ১,৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে অন্যায় ভাবে নিয়োগ করা হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, সেই সময় এসএসসি-র চেয়ারম্যান কে ছিলেন। এসএসসি-র আইনজীবী জানান, সুবীরেশ ভট্টাচার্য। কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে, ওই সব প্রার্থীর উত্তরপত্র (ওএমআর শিট)-এ কারচুপি করে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল।

এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে এসএসসির আইনজীবীকে বলেন, ‘‘আপনারাই যখন বলছেন ১,৯১১ জনের ওএমআর শিটে কারচুপির বিষয়ে কোনও সন্দেহ নেই, তা হলে প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদেরই করতে হবে। প্রথমে আলাদা ভাবে এই প্রার্থীদের নাম কমিশনের সাইটে আবারও প্রকাশ করুন। তার পর তাঁদের নিয়োগ বাতিল করুন।’’ আর এ জন্য কমিশনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন বিচারপতি।

তিনি এও জানিয়েছিলেন, শুক্রবার আদালতে কমিশন হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে ২,৮১৯ জনের নাম কমিশনের সাইটে আপলোড এবং সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হবে। তার ৫ মিনিটের মধ্যে ওই ‘অযোগ্য’ প্রার্থীদের নিয়োগপত্র প্রত্যাহার করবে মধ্যশিক্ষা পর্ষদ।

এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায় এই আদেশ দেওয়ার ঠিক আগে এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির জন্য আবেদন জানান এই চাকরিপ্রার্থীরা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ আগামী সোমবার যথাযথ ভাবে মামলা দায়েরর জন্য চাকরিপ্রার্থীদের পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ৷

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে এসএসসি গ্রুপ ডি-রই ৬০৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ ওই জায়গায় অপেক্ষমান মেধাতালিকা থেকে যোগ্য ও মেধাবীদের চাকরির সুপারিশ দিতে এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিন সপ্তাহের মধ্যে অপেক্ষমান মেধাতালিকা থেকে যোগ্য ও মেধাবীদের কাউন্সেলিং করে ১৯১১ জনের নাম প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর