HomeবিদেশTurkish Women Thanks India: তুরস্কের উদ্ধার কাজে বিশ্বের মন জয় করে নিল...

Turkish Women Thanks India: তুরস্কের উদ্ধার কাজে বিশ্বের মন জয় করে নিল ভারত

- Advertisement -

নয়াদিল্লি – তুরস্কে বিশ্বের মন জয় করল ভারত। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবি নিয়েই চর্চা চলছে সারাবিশ্বে। ঘটনা হল, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর লাগাতার উদ্ধারকাজ চলছে। বিশ্বের বহুদেশ তুরস্ক ও সিরিয়াকে উদ্ধারকাজে সাহায্য করতে সেনা কিংবা উদ্ধারকারী দল পিঠিয়েছে। ভারতীয় সেনাও সেখানে পৌঁছে গিয়েছে উদ্ধারকাজে যোগ দিতে। সেই সঙ্গে গিয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)।

জানা গিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দক্ষিণ তুরস্কে এই শহর ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভারতীয় সেনার জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ভারতীয় সেনার পুরুষ এবং মহিলা জওয়ানরা ঝাপিয়ে পড়েছেন উদ্ধারকাজে। আর সেই উদ্ধারকাজ নিয়েই বৃহস্পতিবার ভারতীয় সেনার এডিজি পিআই টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছিল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, তুরস্কের এক মহিলা জড়িয়ে ধরেছেন ভারতীয় সেনার মহিলা সেনা জওয়ানকে। সেই ছবি দেখেই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে সারাবিশ্বের নেটনাগরিকদের।


ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেলের পাবলিক ইনফরমেশন অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ওই ছবির নীচে শুধু লিখে দিয়েছিলেন, “আমরা যত্ন নিই।” আর সেটাই ভাইরাল হয়ে গিয়েছে সারাবিশ্বে। উদ্ধারকারী দলের পাশাপাশি ভারতীয় সেনা ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে মেডিক্যাল সহায়তা পাঠিয়েছে। একটি মোবাইল হাসপাতাল, চিকিৎসক এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। অপারেশন দোস্তের অধীনে ভারত এই সহযোগিতা করছে। ভারতীয় সেনার এই উদ্ধারকাজের ছবিও পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, ভারতীয় সেনার জওয়ানরা উদ্ধার করেন ওই মহিলাকে।

প্রসঙ্গত, সোমবার সকালে পর পর হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮। এর জেরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তের আশপাশের অঞ্চলে ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মৃতের সংখ্যা এরইমধ্যে ২৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -