মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
HomeবিদেশEarthquake in Turkey : ভোররাতে তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প, মৃত ৬০০র বেশি মানুষ

Earthquake in Turkey : ভোররাতে তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প, মৃত ৬০০র বেশি মানুষ

- Advertisement -

নয়াদিল্লি – সপ্তাহের শুরুতেই ভয়াবহ ভূমিকম্প (Earthquake)।  সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক (Turkey)। যার জেরে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬০০র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

 

সোমবার সকালে দক্ষিণ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর কয়েক মুহূর্ত পরই ফের একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৭। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।

 

১৯৯৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।

গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর