মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
HomeখবরMamata Banerjee : কোটি টাকা উদ্ধারে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে মমতার ছবি ফাঁস...

Mamata Banerjee : কোটি টাকা উদ্ধারে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে মমতার ছবি ফাঁস প্রকাশ করল বিজেপি

- Advertisement -

কলকাতা – একদিন আগে বালিগঞ্জে ইডির তল্লাশিতে ১ কোটি  ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে। আর সেই ঘটনায় এবার রাজনীতি গরম হতে শুরু করল। কেননা,রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাতে ‘আগুন’ ধরিয়েছেন। তিনি এদিন একটি টুইট করেছেন, আর সেই টুইটেই দেখা যাচ্ছে দু‘টি ছবি। শুভেন্দু অধিকারীর টুইট করা ২টি ছবির একটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনে শোভা পাচ্ছেন মনজিৎ গ্রেওয়াল। আরেকটি ছবিতে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে ব্যবসায়ীকে। টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টা, যিনি ভবানীপুর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্ব সামলেছেন, ইডির প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর নাম রয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী কি ব্যাখ্যা দেবেন? পার্থ চট্টোপাধ্যায়ের মতো কি তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন?

অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ অধ্যাপক সুকান্ত মজুমদারও মাঠে নেমে পড়েছেন। তিনিও সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি! শোনা যাচ্ছে কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিত সিং গেরেওয়াল। যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি। দুর্নীতিকে আশ্রয় না দিলে মাননীয়া দিদি কি হিন্দ শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন?’ অর্থাৎ, বিজেপির বার্তা স্পষ্ট। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি নিয়ে এবার তৃণমূলকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

এদিকে, গতকাল ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধারের পর ইডির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর কয়লা পাচারের টাকা সাদা করার জন্য বেনামে একটি সম্পত্তি কিনেছেন মনজিৎ গ্রেওয়াল নামে এক ব্যবসায়ী। সেই টাকারই একাংশ বুধবার উদ্ধার হয়েছে গজরাজ গ্রুপের দফতর থেকে। ইডির দাবি, দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া রোডের একটি সম্পত্তি গতকাল হাতবদল হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। সেই সম্পত্তি খাতায় কলমে মাত্র ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে।

 

 

 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর