স্ত্রী সুন্দরী তরুণী। স্বামী পৌঁছে গিয়েছে বার্ধক্যের দোরগোড়ায়। সংসারে কোনও অভাব নেই। স্বামীর ভালোবাসাতেও কোনও খামতি নেই। বাইরে সব যেন ঠিক-ঠাক। পরিপাটি। কিন্তু ভিতরেও কি তাই? দাম্পত্য জীবনের এমনই কঠিন প্রশ্নের উত্তর দিতে আসছে পারমিতা মুন্সীর নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি। নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’(Marriage Anniversary)। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত এবং সুজন (নীল) মুখোপাধ্যায়।
অরুণাভ এবং বিপাশার বয়সের ফারাকটা চোখে পড়ার মতো। দেখতে দেখতে বিয়ের রজত জয়ন্তী বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁরা। কিন্তু দু’জনে কি আদৌ সুখী? পরিচালক পারমিতা মুন্সীর কথায়, ‘‘বিশ্বায়নের চাপে এখন মানুষের পারস্পরিক সম্পর্ক ঠিক হাতির দাঁতের মতো। বাইরে থেকে দেখে মনে হয় সুখী। এ দিকে নেপথ্যে হয়তো লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য। এই ছবিতে সম্পর্কের বদলে যাওয়া সমীকরণকেই তুলে ধরার চেষ্টা করেছি।’’
পরিচালক পারমিতা মুন্সী তাঁর এই ছবিকে ‘ইমোশনাল থ্রিলার’ বলতে চাইছেন। বিপাশার চরিত্রে দেখা যাবে দেবলীনাকে। অন্য দিকে, অরুণাভর অল্প বয়সের চরিত্রে রয়েছেন নীল এবং বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন রতন ঝাওয়ার। এ ছাড়াও রয়েছেন ইন্দ্রাণী ঘোষ, সুজয় বিশ্বাস এবং পাপিয়া রাও। সঙ্গীত পরিচালক কবীর সুমন এবং ক্যামেরায় জয়দীপ বসু। আপাতত ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। পরিচালক জানালেন, ছবিটি কয়েক মাসের মধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।