মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
Homeপশ্চিমবঙ্গByron Biswas: বাইরনকে হলুদ গোলাপের তোড়া দিলেন বিজেপি বিধায়করা, ব্যাপার কি?

Byron Biswas: বাইরনকে হলুদ গোলাপের তোড়া দিলেন বিজেপি বিধায়করা, ব্যাপার কি?

- Advertisement -

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে জয়ের ২২ দিন পর অবশেষে বিধায়ক পদের শপথ নিলেন সাগরদিঘি থেকে জিতে আসা কংগ্রেস নেতা বাইরন বিশ্বাস (Byron Biswas)। আর তারপরই শপথগ্রহণ অনুষ্ঠানে ধরা পড়ল এমন ছবি, যা দেখে তৃণমূল আরও একবার বলতেই পারে, ‘‘যাহা বলিয়াছিলাম, সত্যি বলিয়াছিলাম। সত্য ছাড়া মিথ্যা বলি নাই।’’

আসলে বুধবার বিধানসভায় নৌশার আলি কক্ষে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Byron Biswas) শপথ গ্রহণ করেন। আর তারপরই বিজেপির ৩ বিধায়ক হলুদ গোলাপের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, জাতীয় রাজনীতিতে ‘আদায় কাঁচকলায়’ সম্পর্কে থাকা কংগ্রেস-বিজেপির বিধানসভায় পারস্পরিক সৌজন্য বিনিময় নিয়ে! এর উত্তরে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে স্মরণ করাচ্ছেন। যেখানে তিনি বলেছিলেন, ‘‘সাগরদিঘিতে বিজেপির লোক কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে বামফ্রন্টের সমর্থনে জিতেছে।’’

২ মার্চ তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়ে সাগরদিঘির উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাইরন। নির্বাচন কমিশনের কাছ থেকে জয়ীর শংসাপত্র পেয়ে গেলেও বাইরনের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

সাগরদিঘিতে জয়ের পরেই বিতর্কিত মন্তব্য করেছিলেন বাইরন। বিধানসভায় এসে দাবি করেছিলেন, তৃণমূলের সমর্থন পেয়ে জিতেছেন। স্পিকারও তাঁকে তৃণমূলের পক্ষের বিধায়ক বলেই মন্তব্য করেছিলেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বিজেপির লোক’ বলেছিলেন। তৃণমূল নেত্রীর কথায়, ‘‘লোকটা বিজেপির, প্রার্থী করেছে কংগ্রেস। সমর্থন করেছে সিপিএম।’’ এর পর বাইরনের শপথ নিয়ে জটিলতা তৈরি হয়।

কিন্তু শেষমেষ মঙ্গলবার সেই জটিলতা কাটে। এবং বুধবার বাইরনকে শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে শাসকদলের নেতাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ব্যস্ততার কারণে তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। কিন্তু বিজেপির ৩ বিধায়ক অনুষ্ঠানে হাজির ছিলেন। এঁরা হলেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়। বিজেপির এই ৩ বিধায়কই এদিন বাইরন বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে ফের জল্পনা উস্কে দিলেন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর