মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeপশ্চিমবঙ্গMoloy Ghatak: কেস্ট তিহাড়ে ঢুকতেই ED-র নোটিস! এবার কি মলয় ঘটকের পালা?

Moloy Ghatak: কেস্ট তিহাড়ে ঢুকতেই ED-র নোটিস! এবার কি মলয় ঘটকের পালা?

- Advertisement -

কলকাতা: এই মুহূর্রতে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির যা পরিস্থিতি, তাতে কে কখন বাইরে আছেন, আর কে কখন ভিতরে যাবেন – সিবিআই আর ইডির কর্তারা ছাড়া কেউই জানেন না। মঙ্গলবারই গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১৩ দিনের জেল হেফাজত হয়েছে। কাকতালীয় ভাবে এদিনই কয়লা-কাণ্ডে ফের ইডি-র তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)।

ইডি সূত্রে খবর, আগামী ২৯ মার্চ নথিপত্র নিয়ে তলব করা হয়েছে তাঁকে। শুধু মন্ত্রীই নয়, এই মামলায় তলব করা হয়েছে তাঁর আপ্ত সহায়ককেও। ২৩ মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতিবার তলব করা হয়েছে তাঁকে। আয় ও ব্যয় সংক্রান্ত সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে তাঁদের।

যদিও মন্ত্রী বলছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কোনও চিঠিও পাননি তিনি। একই কথা বলতে শোনা গেছে মলয় ঘটকের আপ্ত সহায়ক শঙ্কর চক্রবর্তীর স্ত্রী দীপা চক্রবর্তীকে। বরং তিনি একধাপ এগিয়ে আরও যেটা মিডিয়াকে জানিয়েছেন, তাঁর স্বামী না কি অসুস্থ!

যদিও ইডি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ মেল করা হয় আইনমন্ত্রীকে। মেল পৌঁছেছে কিনা সেই বিষয়টি নিশ্চিতও করা হয়েছে ইডি-র তরফে। স্বাভাবিক ভাবেই ঠিক যেদিন গরু পাচার মামলায় তিহাড় জেলে গেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, সেদিনই আইনমন্ত্রী মলয় ঘটক ও তাঁর আপ্ত সহায়ককে ইডি নোটিশ পাঠানোয় ঘর পোড়া গরুর মতো সিঁদূরে মেঘ দেখছেন তৃণমূলের নেতারা।

তবে এই প্রথম নয়। এর আগেও কয়লা পাচার কাণ্ডে একাধিক বার মন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। গত বছরের সেপ্টেম্বর মাসে তল্লাশি চালানো হয়েছিল তাঁর আসানসোলের বাড়িতে। দিনভর তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। পাশাপাশি কলকাতার বাড়িতে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল মন্ত্রীকে। তবে ইডির একাধিক বার তলবেও দিল্লি যাননি মলয়।

মলয় ঘটক শুধু রাজ্যের মন্ত্রী নন, শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাও বটে। গোয়েন্দাদের নজরে থাকা সত্ত্বেও সাম্প্রতিক বৈঠকে মলয়ের ওপরেই দুই জেলার সাংগঠনিক দায়িত্ব ন্যস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পুরুলিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

এখন ইডি সূত্রে খবর, শুধু মন্ত্রী মলয় কিংবা তাঁর আপ্ত সহায়কই নন, আসানসোল পুর নিগমের বেশ কয়েক জন কাউন্সিলরকের কাছেও ইডির ডাক আসতে পারে বলে খবর। 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর