মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
HomeভারতMoney Recover: উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, মিলল সোনা আর হিরের গয়নাও

Money Recover: উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, মিলল সোনা আর হিরের গয়নাও

- Advertisement -

নাগপুর: নাগপুরে সিতাবুলদি থানায় একটি এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরুপের তদন্ত শুরু করেছিল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, পঙ্কজ এবং তাঁর সহযোগীরা মিলে একটি ‘পন্‌‌জি স্কিম’ চালাতেন। এর মাধ্যমে বিনিয়োগকারীদের তাঁরা ঠকাতেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমেই অভিযান চালিয়ে নগদ টাকা এবং গয়না উদ্ধার (Money Recover) করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।

উদ্ধার করা হয়েছে নগদ ১ কোটি ২১ লক্ষ টাকা। উদ্ধার করা হয়েছে সোনা এবং হিরের গয়নাও। তার বাজারমূল্য ৫কোটি ৫১ লক্ষ টাকা। আর্থিক তছরুপের একটি মামলায় মুম্বই এবং নাগপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই পরিমাণ নগদ টাকা এবং গয়না উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নগদ টাকা এবং গয়না উদ্ধারের ঘটনা মনে করিয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতির কথা। গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেফতার করা হয় পার্থকে। সেই সময়েই টালিগঞ্জে পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা গিয়ে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করা হয়।

ইডি সূত্রে খবর, গত ৩ মার্চ মুম্বই এবং নাগপুরের ১৫টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পঙ্কজ মেহাদিয়া, লোকেশ জৈন, কার্তিক জৈন নামে ৩ ব্যক্তির বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়। আর্থিক কেলেঙ্কারিতে ওই ৩ ব্যক্তি অন্যতম প্রধান অভিযুক্ত বলে দাবি করেছেন তদন্তকারীরা। নগদ টাকা এবং গয়নার পাশাপাশি বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর