HomeখবরSwara Bhaskar: ইসলামে ধর্মান্তরিত না হলে স্বরা ভাস্করের বিয়েকে বৈধ মানতে নারাজ...

Swara Bhaskar: ইসলামে ধর্মান্তরিত না হলে স্বরা ভাস্করের বিয়েকে বৈধ মানতে নারাজ মুসলিম জামাত

- Advertisement -

সকলকে চমকে দিয়ে গত সপ্তাহে নিজের বিয়ের ঘোষণা করেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। ১৬ ফেব্রুয়ারি পরিবার-পরিজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন তাঁরা। মালাবদল, সইসাবুদ, ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন অভিনেত্রী। এক দিকে স্বরার বিয়ে খবরে যেমন খুশি ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা। স্বরার (Fahad Ahmed) বিয়ের অনুষ্ঠান হতে চলেছে আলিগড় বিশ্ববিদ্যালয়ে। স্বরার স্বামী ফাহাদ আহমেদ ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাই ক্যাম্পসের ভিতরেই বিয়ের দাওয়াতের বন্দোবস্ত করেছেন সেখানকার প্রাক্তন ছাত্ররা। এই মুহূর্তে স্বরার স্বামী ফাহাদ রয়েছেন আমেরিকায়, সেখান থেকেই ফিরলেই অনুষ্ঠানের আয়োজন করবেন তাঁরা। প্রায় ১০০ জন মতো নিমন্ত্রিত রয়েছেন। সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ও সংবাদমাধ্যমের বেশ কিছু ব্যক্তিত্বরা আসবেন এই অনুষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ের পুরানো বয়েজ লজে বা ক্যাম্পাসের অন্দেরর গেস্ট হাউসে হবে এই অনুষ্ঠান।

স্বরার প্রেম কাহিনী 

এমনতেই এনআরসি, সিএএ আন্দোলনে সামিল ছিলেন স্বরা ভাস্কর। সেই রাজনীতির মঞ্চেই তাঁর দেখা হয় সমাজবাদী পার্টির নেতা ফাহাদের সঙ্গে। দু’জনেই যুক্ত সক্রিয় রাজনীতির সঙ্গে। তাছাড়া, স্বরা এবং ফাহাদ দু‘জনেই ‘শাহীন বাগ’ এবং ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-র সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিল স্বরা ভাস্করকে। সত্যি কথা বলতে, স্বরা অভিনেত্রী হিসেবে যতটা না পরিচিতি লাভ করেছিলেন, মোদী সরকারের নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে বেশি প্রচার পান। সেই বিতর্কের মাঝেই চলছিল ফাহাদের সঙ্গে প্রেম।

‘ভাইয়া বন গয়ে সঁইয়া’

এর আগে স্বামীকে ‘ভাই’ সম্বোধন করেছিলেন স্বরা। তাতে বেজায় রসিক মন্তব্য করে চলেছেন নেট নাগরিকরা।জন্মদিনের শুভেচ্ছা হোক বা রাজনৈতিক মন্তব্য, টুইটারে সাধারণ কথোপকথনের ক্ষেত্রেই দেখা যায় নিজেদের মধ্যে ফুরফুরে সম্পর্ক বজায় রেখেছেন স্বরা আর ফাহাদ, যা অনেকটাই প্রীতির, ভ্রাতৃত্বের। বন্ধুত্বের ছাপ সেখানে স্পষ্ট। গত ২ ফেব্রুয়ারি ফাহাদের জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছিলেন স্বরা। কিন্তু সম্বোধন ফিরে দেখলে চমকে যেতে হয়। স্বরা লিখেছিলেন, “শুভ জন্মদিন ফাহাদ মিয়া। কামনা করি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। আনন্দে থেকো, থিতু হয়ো, বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছরও দারুণ কাটুক।”


এর জবাবে ফাহাদও ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমার ভাইয়ের আত্মবিশ্বাস ধ্বজা ওড়াচ্ছে। ঠিক তো রাখতেই হবে সব। আর হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, আমার বিয়েতে আসবে! সময় বার করো, আমি কিন্তু পাত্রী খুঁজে পেয়েছি!” এই কথোপকথনের নমুনা এত দিনে স্পষ্ট হল সবার কাছে। আগাগোড়া মজা করে চলেছিলেন জুটিতে, নাকের ডগায়। কাকপক্ষী টের পায়নি। কিন্তু বরকে কিছু দিন আগেও ভাই সম্বোধন? না, এত দূর কেউ ভাবতে পারছেন না এখনও।

স্বরার বিয়ে অবৈধ!

অন্য দিকে, এই বিয়েকেই অবৈধ বলছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজ়বি। তাঁর দাবি, স্বরাকে ইসলাম কবুল করতে হবে। মুসলিম সংগঠনের তরফে জানানো হয়েছে, শরিয়তে ইসলাম কবুল না করলে সেই বিয়ে অবৈধ। সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবির কথায়, ‘‘স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।’’

কি বলছে কঙ্গনা রানাওয়াত

দু’জনে একসঙ্গে কাজ করেছেন ‘তন্নু ওয়েডস মন্নু’ ও ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নস’-এ। সেই ছবিতে ছিলেন একের অপরের প্রিয় বান্ধবী। কিন্তু সরকার বিরোধী মন্তব্য করায় স্বরার তীব্র সমালোচনা করেন কঙ্গনা রানাওয়াত। স্বরাকে দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী বলে কটাক্ষও করেন। তবে স্বরার বিয়ের ছবি দেখে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘ঈশ্বরের আশীর্বাদে তোমাদের দু’জনেই হাসিখুশি আর সুখী মনে হচ্ছে। বিয়ে তো হৃদয়ের হয়, বাকি সবই আনুষ্ঠানিকতা।’’ টুইটারে বেশির ভাগ সময়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন কঙ্গনা। যার ফলে টুইটার থেকে নির্বাসিত করা হয়েছিল তাঁকে। ২০ মাস পর ফিরে পেয়েছেন নিজের অ্যাকাউন্ট। অভিনেত্রী এই টুইট দেখে অন্য টুইটার ব্যবহারকারীদের মতে, এটাই কঙ্গনার প্রথম সমালোচনাহীন টুইট।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -