মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeরাজনীতিUdayan Guha : ‘‌একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী সরকার ফেলার চক্রান্ত করছেন’‌,...

Udayan Guha : ‘‌একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী সরকার ফেলার চক্রান্ত করছেন’‌, বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহর

- Advertisement -

শিলিগুড়ি – দিনহাটার সভা থেকে আবার বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীদের একাংশকে নাম না করে আক্রমণ করে তিনি বলেন, ‘‘‌যে সরকার দিনরাত এক করে সাধারণ মানুষকে পরিষেবার দেওয়ার চেষ্টা করছে, তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন।’‌’ রংপুর রোডে শহীদ স্মরণ সভা এমন সব মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি তিনি এদিনের সভা থেকে যেমন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন, তেমনই বিশ্বভারতীর উপাচার্যকেও একহাত নেন। উদয়ন গুহ এনিয়ে আক্রমণ করতে গিয়ে বলেন, ‘‘‌নির্বাচনের লড়াইতে না জিততে পেরে বাড়ির চাকর–বাকরকে দিয়ে অপমান করছে বিজেপি। বিশ্বভারতী উপাচার্য নরেন্দ্র মোদীর বাড়ির চাকর। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা করছেন। আপনার ক্ষমতা যদি থাকে তাহলে বিশ্বভারতীর চার গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে আসুন।’‌’

প্রসঙ্গত, ২০০৮ সালে ৫ ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলন চলাকালীন পুলিশের গুলি চলে। পাঁচ ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয়। তখন উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকে ছিলেন। তার পরের বছর থেকেই ৫ ফেব্রুয়ারি দিনটি স্মরণ করা হয়। সেখানেই প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

স্বাভাবিক ভাবেই উদয়নের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ নাম না করলেও কে এই বিচারপতি তা সবাই বুঝতে পারছেন। ফলে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গ–বিজেপি, গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন ছিলেন উদয়ন গুহর নিশানায়। সমালোচনা করেন বাম নেতাদেরও।

 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর