- Advertisement -
নয়াদিল্লি – ভারতীয় কর্মচারীদের চাকরি বাঁচাতে পারলেন না সুন্দর পিচাই (Sundar Pichai)। গুগল ইন্ডিয়া (Google India) কোম্পানির বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৫৩ জন কর্মীকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হল। কর্মচারীদের ই-মেইলের মাধ্যমে চাকরি থেকে অপসারণের কথা জানানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে এই ছাঁটাই করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ছাঁটাইয়ের মেইলটি কর্মীদের কাছে পাঠিয়েছেন গুগল ইন্ডিয়ার (Google India) কান্ট্রি হেড এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা।
গত মাসেই গুগলের প্রধান সংস্থা আলফাবেট (Alfabet) জানিয়েছিল, বিশ্বেরর মোট কর্মী প্রায় ৬ শতাংশ অর্থাৎ প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের জন্য তারা প্রস্তুত। কিন্তু বৃহস্পতিবার যে ৪৫৩ জন ভারতীয়কে ছাঁটাই করা হয়েছে, তাঁরা আদৌ সেই ১২ হাজারের মধ্যে পড়েন কি না সে বিষয়ে কোনও স্পষ্ট বক্তব্য আলফাবেটের (Alfabet) তরফে জানানো হয়নি।
তাছাড়া, আগামী দিনে এই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের মধ্যে আরও ভারতীয় রয়েছেন কি না সেটাও স্পষ্ট নয়। ফলে বৃহস্পতিবারের ছাঁটাইয়ের পর গুগলকর্মীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) একটি বার্তাও ছাঁটাই মেলের সঙ্গে যুক্ত করা হয়েছে। যেখানে তিনি এই যে ছাঁটাই, Google কোম্পানির প্রধান হিসেবে তার দায় নিজের কাঁধেই নিয়েছেন।