HomeবাংলাদেশDhaka Explosion: বাংলাদেশের রাজধানী ঢাকায় বিস্ফোরণ, মৃত ৩

Dhaka Explosion: বাংলাদেশের রাজধানী ঢাকায় বিস্ফোরণ, মৃত ৩

- Advertisement -

ঢাকা: রবিবার সকাল ১০ টা ৫২ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, সায়েন্স ল্যাবরেটরি এলাকার এক ৩ তলা বাড়িতে প্রথমে বিস্ফোরণ (Dhaka Explosion) এবং তারপর আগুন ধরে যায়। ঢাকার বসুন্ধরা গলিতে অবস্থিত সুকন্যা টাওয়ারের পাশেই ওই ভবনটি অবস্থিত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সূত্রের খবর, এই বিস্ফোরণ (Dhaka Explosion) ও অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জন একই প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে আরও ১৪ জনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটির তৃতীয় তলটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনতলা ভবনটিতে বেশ কিছু কাপড়ের দোকান ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের সময় ভবনটি থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তায় ও আশপাশের বাড়িগুলিতে পড়েছিল।

 

আশপাশের আবাসিক ভবনগুলি থেকে আতঙ্কে নীচে নেমে আসেন মানুষ। ঘটনার সময় নীচে ভবনটির মূল দরজায় নিযুক্ত ছিলেন নিরাপত্তাকর্মী মহম্মদ আনিস। তিনি জানিয়েছেন, হঠাৎই প্রচণ্ড জোরে একটা শব্দ পেয়েছিলেন। এরপরই তার হাতে একটা কিছু উড়ে এসে আঘাত করেছিল।

তবে বিকেলের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ঢাকা দমকল বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে এসেছিল দমকল বিভাগের ৪ টি ইঞ্জিন। পরে অন্যান্য এলাকা থেকে আরও বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।

দমকল বিভাগের পক্ষ থেকে প্রাথমিকভাবে তদন্তের পর জানানো হয়েছিল যে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকেই সম্ভবত এই বিস্ফোরণ ঘটেছে। তবে ঘটনাস্থলে ঢাকা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি-র বোমা নিষ্ক্রিয়কারী দলও হাজির হয়ে তদন্ত করছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -