মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeবিদেশ‘বিষাক্ত বাতাসে’ লাহোরে এক দিনে অসুস্থ ১৫ হাজার, দূষণে পাকিস্তানে ত্রাহি ত্রাহি...

‘বিষাক্ত বাতাসে’ লাহোরে এক দিনে অসুস্থ ১৫ হাজার, দূষণে পাকিস্তানে ত্রাহি ত্রাহি অবস্থা

- Advertisement -

ইসলামাবাদ – বিষাক্ত বাতাসে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তানের লাহোর শহর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শ্বাসকষ্টের কারণে মাত্র এক দিনেই কমপক্ষে ১৫ হাজার মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। লাহোরের প্রত্যেকটি হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগীদের ভিড়। ফলে স্বাস্থ্যসঙ্কটের মুখে লাহোর।

দূষণে তৈরি হওয়া বিষাক্ত বাতাসের কারণে শুকনো কাশি, শ্বাসষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। আর সেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। সরকারি হাসপাতালগুলির অবস্থা শোচনীয়।

পরিস্থিতি না শুধরানো পর্যন্ত স্কুল, কলেজগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের উপরেও তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতসবাজি পোড়ানো হয় দেদার। যার জেরে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই আপাতত তিন মাস বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে গত এক মাসে ২০ লক্ষ মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন বলছে, পঞ্জাব প্রদেশে গত এক মাসে দূষণের জেরে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৩০।

পাকিস্তানের চিকিৎসা বিশেষজ্ঞ আশরফ জিয়া লাহোরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, সরকারের এখনই উচিত দূষণের উৎসগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা। ইতিমধ্যেই লাহোরে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানবাহন চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর জন্য শহরবাসীর কাছে আবেদন করছে প্রশাসন।

এমনিতেই আর্থিক সঙ্কট যুঝছে পাকিস্তান। খাদ্যসঙ্কটও দেখেছে ভারতের প্রতিবেশী এই দেশ। তার ওপর গোঁদের ওপর বিষফোঁড়ার মতো করে শীত আসতেই দূষণ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হাহাকার করছেন লাহোরের সাধারণ মানুষ।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর