HomeUncategorizedLakshmir bhandar 2023: লক্ষীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবার জন্য অনলাইন/অফলাইন আবেদন করার নিয়ম...

Lakshmir bhandar 2023: লক্ষীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবার জন্য অনলাইন/অফলাইন আবেদন করার নিয়ম ২০২৩

- Advertisement -

রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নানা জায়গায় আয়োজিত হয় দুয়ারে সরকার শিবির। আজ বাংলার শুধুমাত্র ২৫-৬০ বছরের মহিলাদের আর্থিক সাহায্যের উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir bhandar 2023)। যে কোনও সরকারি প্রকল্পের জন্যই নির্দিষ্ট বয়ানের ফর্ম ফিলাপ করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হয়। এই ক্ষেত্রেও তার অন্যথা নয়। কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবার জন্য আবেদন করতে কিছু নিয়ম কানুন রয়েছে যা এই লেখায় আপনারা পাবেন। সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে নানান তথ্য দেবার জন্য এই লেখা।

কারা এই সুবিধা পাবেন?   

সাধারণত ২৫ থেকে ৬০ বছর বয়সি যে কোনও মহিলারায় সরকারি লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) প্রকল্পটির জন্য আবেদন করতে পারেন। তবে যাঁরা সরকারি চাকরি করেন, কিংবা সরকারি বেতনভুক্ত তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তাছাড়া, পশ্চিম বাংলায় এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য দুই ধরণের শ্রেণি জন্য করা হয়েছ। এক তফসিলি জাতি ও উপজাতিদের জন্য, অপরটি সাধারণ শ্রেণির বা জেনারেল ক্যাটাগরির মানুষদের জন্য।

এখন পর্যন্ত কতজন পেয়েছেন?

সম্প্রতি প্রশাসনিকভাবে জানা গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) প্রকল্পের আওতায় আনা হয়েছে ১ কোটি ৫০ লাখ মানুষকে। এবং তার ইতিমধ্যে ৪ হাজার ৭৩ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে। এখনও বহুমানুষ বাকি আছেন। আর তাই তাদের এই প্রকল্প সম্পর্কে জানতে হবে। যারা বাকি আছেন তাদের আগামী দুয়ারে সরকার যখন হবে তখন তাদের দেওয়া হবে, ১৫ ফেব্রুয়ারি থেকে সকলে আবার নাম লেখাতে পারবেন, আবেদন পত্রে কোনও ত্রুটি থাকলে তা নির্ধারিত নিয়ম মেনে দরখাস্ত পুনরায় করে জমা দিতে হবে।

পুরনো ফর্ম নয় নতুন ফর্মে করতে হবে আবেদন

এই মর্মে জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) প্রকল্পের আগেকার ফর্ম বাতিল হয়ে গেছে এবং নতুন করে আবারও ফর্ম দেওয়া হয়েছে। এখন থেকে লক্ষীর ভান্ডার নতুন ফর্ম (Lakshmir bhandar new form) নিতে হবে সকলকে। দুয়ারে সরকার ক্যাম্পে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের জন্য একটি ইউনিক নাম্বারের ফর্ম (Active Unique Number Form) দেওয়া হবে এবং সেই ইউনিক ফর্মটি ফিলাপ করে ডকুমেন্টগুলি কপি উল্লেখিত ক্যাম্পে জমা দিতে হবে।

এবারের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir bhandar 2023) ফর্মটি আগের থেকে কিছুটা আলাদা। আপনারা আগের ফর্মটি দেখেছেন শুধুমাত্র ইংরেজি ভাষায় কিন্তু এটিতে আপনারা দেখতে পাবেন বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই। আবেদনকারীর সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। এবার থেকে নিজেরাও ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) ফর্ম পূরণ করার আগে জানুন কি কি লাগবে তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ছুটাছুটি করতে হবে না।

(১) ফর্মে একটি পাসপোর্ট সাইজের ছবি: আবেদনকারীর সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের ছবি ফর্মের ছিবির জায়গায় সাঁটিয়ে দিতে হবে।

(২) স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স: স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করা যাবে না। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে সেই কার্ডের একটা নাম্বার ফর্মে ফিলাপ করে দিতে হবে এবং তার একটি জেরক্স কপি এর সাথে জমা দিতে হবে।

(৩) আধার কার্ড জেরক্স: আধার কার্ড সকলেরই আছে , সেই কার্ডের ফটো কপি এর সাথে দিতে হবে।

(৪) ভোটারকার্ড: সঙ্গে ভোটার কার্ডের জেরক্স বাধ্যতামূলক।

(৫) ব্যাঙ্কের খাতার প্রথম পাতার জেরক্স: আবেদনকারীর নিশ্চই ব্যংক একাউন্ট আছে, সুতরাং সেই একাউন্ট নাম্বারের পাসবুকের প্রথম পাতা সাথে দিতে হবে জেরক্স।

(৬) ব্যাঙ্কের নতুন IFSC code দেখে নেবেন: আপনার ব্যংকের আই এফ এস সি কোড কোনো কারণে পরিবর্তন হলে তা উল্লেখ করে দিতে হবে।

(৭) কাস্ট সার্টিফিকেট জেরক্স: তপসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে তাদের জাতির সার্টিফিকেট দিতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডারের সঠিক আবেদন

পশ্চিমবঙ্গ সরকারের তরফে সদ্য চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir bhandar 2023) প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট বয়ানের ফর্ম ফিলাপ করে দাখিল করতে হবে। সরকারের বেশির ভাগ প্রকল্পেই অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করা যায়।

অফলাইন আবেদন

দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) ক্যাম্পে উল্লিখিত ডকুমেন্ট নিয়ে ফর্ম জমাদিতে হবে। অর্থাৎ আবেদনকারীকে দুয়ারে সরকারের ক্যাম্পে অবশ্যই যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প থেকে আবেদনকারীকে একটি অ্যাকটিভ ইউনিক নম্বর ফর্ম দেওয়া হবে। এ বার সেই ইউনিক ফর্মটি ফিল আপ করে উল্লিখিত নথি সমেত আবেদনপত্রের কপি সেই ক্যাম্পেই জমা করতে হবে।

অনলাইন আবেদন

অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) প্রকল্পের আবেদনকারীর ইন্টারনেট পরিষেবা থাকা বাধ্যতামূলক। দেখে নেওয়া যাক কী কী পদ্ধতিতে অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে।

১) সবার আগে গুগল ক্রোমে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) লিখলেই সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটিটি চলে আসবে। তা সত্ত্বেও কেউ যদি সরাসরি ওয়েবসাইটেই ঢুকতে চান, তা হলে নীচের লিঙ্কে ক্লিক করতে পারেন।

২) এ ছাড়া কেউ আবার সরাসরি পি ডি এফ ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করতে পারেন। সে ক্ষেত্রে ডাউনলোড করার জন্য নীচে লিঙ্কে ক্লিক করতে পারেন।

৩) ডাউনলোড করা ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে তা পূরণ করতে হবে।

৪) ছবি লাগানোর জন্য বক্স চিহ্নিত করা আছে, সেখানে আবেদনকারীর ছবি লাগাতে হবে।

৫) তার পর প্রয়োজনীয় নথির জেরক্স সমেত আবেদন পত্রটি জমা করতে হবে স্থানীয় পঞ্চায়েত অফিস কিংবা ওয়ার্ডে।

নতুন ফর্ম ডাউনলোড করার পদ্ধতি

  • প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট (wbcdwdsw.gov.in.) টা ওপেন করে নিতে হবে এবং তারপর সেখানে অনেক স্কিম বা প্রক্লপের নাম আপনি দেখতে পাবেন সেখান থেকে আপনাকে Lakhsmi Bhandar Prokolpo টি সিলেক্ট করে নিতে হবে।
  • এরপর আপনার কাছে একটাপিডিএফআসবে যেখানে Lakhsmi bhandar application form থাকবে সেটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং তারপর প্রিন্ট করে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করতে হবে।
  • অফলাইনেস্থানীয় লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে হবে। প্রকল্পের সুবিধা পেতে স্বাস্থ্য সাথী কার্ড থাকা আবশ্যক।

 এক নজরে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar 2023) প্রকল্প

প্রকল্পের নাম- পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কীম

কারা সূচনা করেছেন- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন- পরিবারের শুধুমাত্র মহিলা সদস্যরা।

প্রকল্পের মূল উদ্দেশ্য- রাজ্যের প্রতিটি পরিবারের হাতে ন্যূনতম আইয়ের সংস্থান খুলে দেওয়া ও আর্থিক সহায়তা দেওয়া।

সরকারী ওয়েবসাইট- http://wb.gov.in/

প্রকলের বাজেট- ১২৯০০ কোটি টাকা।

পরিশেষে- পশ্চিমবঙ্গে এই প্রকল্প ক্রমে এ্গিয়ে চলেছে। এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের টাকাই তুলে দিচ্ছে না। বাংলা মহিলাদের স্বনির্ভর প্রকল্পেও সাহায্য করছে।

  
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -