তারাপীঠ – বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না। লাগাতার ফাঁদে ফেলার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এই পরিস্থিতিতে যাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করে তারাপীঠে বিশেষ পুজো দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।
আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। ভোর থেকেই তারাপীঠে (Tarapith Puja) শুরু বিশেষ পুজো। আজ ২৪ ঘণ্টা খোলা রয়েছে মন্দির। কৌশিকী অমাবস্যা উপলক্ষে দিনভর পুণ্য লগ্নে বিশেষ পুজো। এই পুণ্যলগ্নেই সমস্ত বাধা বিপত্তি কাটাতে ও মঙ্গল কামানার্থে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জমা পড়ল পুজো। আশিস বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালেই তারাপীঠে পৌঁছে গিয়েছিলেন পুজো দিতে।
তারাপীঠ মন্দির সূত্রে খবর, সকালের তিথিতেই আশিস বন্দ্যোপাধ্যায় পুজো দেন তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এই মুহূর্তে স্পেন সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ সেপ্টেম্বর ফিরবেন কলকাতায়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরেই আছেন। পুণ্যলগ্নে কৌশিকী অমাবস্যার পুজোর প্রসাদ দলনেত্রী ও তৃণমূল সাংসদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) উপলক্ষে সকাল থেকেই তারাপীঠে ভক্তদের ঢল। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজো। মঙ্গলারতির পর পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি, ক্ষীর দিয়ে তারা মাকে দেওয়া হয় শীতল ভোগ। এরপর দিনভর নানা তিথিতে চলবে রীতি মেনে পুজো। সাধক বামাক্ষ্যাপা এই দিনেই সিদ্ধিলাভ করেছিলেন বলে কথিত আছে।
কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পরে পরানো হয় রাজবেশ। ফুলের সাজে সাজানো হয় মা তারাকে। দ্বারকা নদীতে স্নান করে মা তারার পুজো দিতে মন্দিরে আজ থিকথিক করছে ভক্তদের ভিড়। হুড়োহুড়ি এড়াতে মন্দিরে পুজো দেওয়ার জন্য দু-তিনটি পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। বাইরে থেকে গর্ভগৃহের ছবি দেখানোর জন্য লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন।