শিলিগুড়ি – বড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি! ‘সুযোগ-সুবিধা’ পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো দাদা যোগ দিলেন তৃণমূলে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে বুধবার তৃণমূলের পতাকা তুলে নেন ওই দু’জন।
সদ্য তৃণমূলে যোগ দিয়ে নিশীথের দুই দাদা জানান, তাঁরা এতদিন বিজেপি করেছেন। তাঁদের ভাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু তাঁরা দলে সে ভাবে গুরুত্ব পাননি। তাই আক্ষেপের বসেই তৃণমূলে যোগ দিয়েছেন।
তৃণমূলের দাবি, দিনহাটায় রাজনৈতিক ভাবে বিজেপি সাংসদ নিশীথের ঘর ভাঙল। আর তাতে বড় ভূমিকা নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন।
নিশীথ প্রামাণিকের দুই তুতো দাদা সুনীল বর্মণ এবং জগদীশ বর্মণ। তাঁদের বাড়ি দিনহাটার পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলে যোগ দিয়ে সুনীলের দাবি, ‘‘সুযোগ-সুবিধার একটা ব্যাপার আছে। যেখানে সুযোগ এবং সুবিধা পাব সেখানেই তো যাব। বিজেপিতে কোনও গুরুত্ব পাই নাই আমরা।’’
অন্যদিকে, নিশীথকে নিশানা করে উদয়নের মন্তব্য, ‘‘যাঁরা অন্যের ঘর ভাঙার সুযোগ দেখেন, যাঁরা মনে করছেন তৃণমূলের ঘর ভাঙবেন, আজ তাঁদের পরিবারের সদস্যরা তৃণমূলে যোগ দিলেন। তাঁরা তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন।’’ উদয়ন এদিন আরও বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দুই দাদা আজ তৃণমূলে যোগ দিলেন।’’
যদিও এই যোগদান নিয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল হতাশ। প্রতি দিন তাদের শত শত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করছে।’’
দিনি আরও বলেন, ‘‘আমি জানি না কেমন ভাই ওঁরা! নিশীথের পদবী প্রামাণিক। আর যাঁরা তৃণমূলে যোগদান করেছেন তাঁরা বর্মণ। আসলে এ রকম দু’এক জনকে তৃণমূল খুঁজে খুঁজে বের করে যোগদান করিয়ে তাদের হতাশা কাটাতে চাইছে।’’
প্রসঙ্গত, কিছু দিন ধরেই ভেটাগুড়ির রাজনৈতিক মহল উত্তপ্ত। তৃণমূলের বন্ধ হয়ে থাকা কার্যালয় খুলতে গিয়ে বোমাবাজির মধ্যে পড়েন উদয়নরা। রাজ্যের মন্ত্রী দাবি, করেন দুষ্কৃতীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্রয়ে রয়েছেন। আবার বিজেপির দাবি, বাইর থেকে লোক এনে ভেটাগুড়ি-সহ দিনহাটাকে বার বার অশান্ত করার চেষ্টা করছেন উদয়ন।