মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
HomeখবরNiloy Malik: সিভিক পুলিশ থেকে সংস্থার ডিরেক্টর! শান্তনু ‘ঘনিষ্ঠ’ নিলয়কে তলব ইডির

Niloy Malik: সিভিক পুলিশ থেকে সংস্থার ডিরেক্টর! শান্তনু ‘ঘনিষ্ঠ’ নিলয়কে তলব ইডির

- Advertisement -

কলকাতা: ছিলেন সিভিক পুলিশ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই হয়ে গিয়েছিলেন কোম্পানির মালিক! নামেও তিনি নিলয় মালিক (Niloy Malik)। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘণিষ্ঠ’ সেই নিলয় মালিক বুধবার হাজির হলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দেড় মাস আগেও সিভিক পুুলিশের চাকরিটি ছিল নিলয়ের। তবে তার পর তিনি ওই চাকরি ছেড়ে দেন।

এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে নিলয়ের হাতে বেশ কিছু ফাইলও দেখা গিয়েছে। ইডি সূত্রে খবর, শান্তনুর স্ত্রীর সংস্থায় ডিরেক্টর থাকাকালীন যে সমস্ত নথি নিলয়ের (Niloy Malik) কাছে ছিল, তা দেখতে চেয়েছেন তদন্তকারীরা। সেই সব নথিই সঙ্গে নিয়ে এসেছেন তিনি।

ইডি সূত্রে খবর, নিলয়ের প্রোমোটিং সংস্থার আরেক অংশীদার ছিলেন শান্তনুর স্ত্রী। তাঁদের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল। সেই সুসম্পর্ক থেকেই শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার প্রোমোটিংয়ের ব্যবসায় অন্যতম অংশীদার হয়েছিলেন নিলয়। তাঁর নামে গাড়ি এমনকি, সম্পত্তিও কিনেছিলেন শান্তনু।

কিন্তু গত দেড় বছরে হঠাৎই বদলে যায় দু’জনের সম্পর্কের সমীকরণ। হুগলির তৎকালীন তৃণমূল নেতা (আপাতত বহিষ্কৃত) শান্তনুর স্ত্রীর সংস্থা থেকে নাম সরে যায় নিলয়ের। ইডির কাছে নিলয় দাবি করেছেন, শান্তনুর সঙ্গে অতীতে তাঁর সুসম্পর্ক থাকলেও গত দেড় বছর ধরে তিক্ততা তৈরি হয়েছে। কারণ শান্তনুর নিজের একটি ধাবা রয়েছে। নিলয়ও একটি ধাবা খুলেছেন। এই ধাবাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

উল্লেখ্য, নিলয়কে এর আগে বলাগড়ে শান্তনুর রিসর্টে ডেকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তবে সেদিন খুব বেশি কথা হয়নি। পরে ইডিই তাঁকে ডেকে পাঠায় সিজিওতে। তলব পেয়েই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন নিলয়।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর