মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
HomeখবরEarthquake: দিল্লি-সহ উত্তর ভারতে কেন ভূমিকম্পের কম্পন? কী বলছেন বিজ্ঞানীরা

Earthquake: দিল্লি-সহ উত্তর ভারতে কেন ভূমিকম্পের কম্পন? কী বলছেন বিজ্ঞানীরা

- Advertisement -

নয়াদিল্লি: দিল্লি, গুরুগ্রামের ভূমিকম্পের (Earthquake) একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। রিখটার স্কেলে মঙ্গলবার রাতের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। নেটাগরিকেরা টুইটারে তাঁদের আতঙ্ক এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, তাঁদের বহুতল ভূমিকম্পে (Earthquake) দুলতে শুরু করেছিল। ফলে প্রাণের ভয়ে ১১ তলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা।

আবার কেউবা ছোট শিশুকে কাঁথায় জড়িয়ে ঘর ছেড়ে ছুটেছিলেন বাইরের নিরাপদ আশ্রয়ে। কেউ আবার ঘরে দাঁড়িয়েই সিলিং ফ্যান এবং অন্যান্য আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিয়ো রেকর্ড করেছেন। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই ভূমিকম্পের জেরে রাজধানী-সহ বহু শহরের রাস্তায় ভিড় জমে গিয়েছিল।

এই ভূমিকম্পের কম্পন দিল্লি ছাড়াও অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ, জয়পুর এবং কাশ্মীরের বেশ কিছু এলাকায়। যদিও ভূমিকম্পের এপিসেন্টার ছিল হিন্দুকুশ পর্বতমালার একটি অংশ। তাই পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চরসাদ্দা, লাহোর এবং রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

এছাড়াও আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন এবং কিরগিজস্তানেও এই ভূমিকম্প ভালো ভাবে টের পাওয়া গিয়েছে। কিন্তু যে বিষয়টি নিয়ে সকলেই আতঙ্কিত, তা হলে দিল্লি বা তার পার্শ্ববর্তী এলাকায় এই ভূমিকম্পের দীর্ঘ সময় ধরে চলা। এই বিষয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

National Center for Seismology-র বিজ্ঞানী জেএল গৌতম জানিয়েছেন, ইন্দো-অস্ট্রেলিয়ানপ্লেটের সঙ্গে ইউরেসিয়ান প্লেটের ধাক্কা লাগছে। আর সেটা এই অঞ্চলেই ঘটছে। হিন্দু-কুশ-হিমালয় (HKH) অঞ্চল সিসমোলজির নিরিখে খুবই সক্রিয় একটি এলাকা।

আর সেই কারণেই দিল্লি-সহ উত্তর ভারতের এই এলাকায় ভূমিকম্প বেশি ক্ষণ ধরে অনুভূত হয়। এর আরও একটি কারণ হল গভীরতা। ‘ফল্ট’-এর গভীরতা এখানে ১৫০ কিলোমিটারেরও বেশি। সেই কারণেই এত লম্বা সময় ধরে ভূমিকম্প চলে।’

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার রাতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মূলত আফগানিস্তান হলেও টানা ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারতের একাধিক শহর। আতঙ্কে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন বহু মানুষ।

যদিও ভূমিকম্পে ভারতে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে পাকিস্তানে কম্পনের জেরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে আহতের সংখ্যা শতাধিক।

উল্লেখ্য, গত ৩ বছর ধরে ধারাবাহিক ভাবে ভূমিকম্প হচ্ছে দিল্লিতে। গত ২২ ফেব্রুয়ারি দিল্লি কেঁপেছিল ভূমিকম্পে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। ২০২২ সালের ১২ নভেম্বর ৫.৪ রিখটারের ভূমিকম্পের আঁচ লাগে দিল্লিতে। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি ৬.৩ রিখটারের ভূমিকম্পের আঁচ লেগেছিল দিল্লিতে।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর