HomeবিদেশPakistan Earthquake: আর্থিক দুর্গতির মাঝেই কাঁপল পাকিস্তান, ভূমিকম্পে মৃত ১৫

Pakistan Earthquake: আর্থিক দুর্গতির মাঝেই কাঁপল পাকিস্তান, ভূমিকম্পে মৃত ১৫

- Advertisement -

ইসলামাবাদ: তুরস্ক (Turkey), সিরিয়ার পর এবার পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার রাতে ৬.৮ মাত্রার ভূ-কম্পনে কেঁপে উঠেছে পাকিস্তান (Pakistan Earthquake)। ভয়াবহ কম্পনের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এছাড়াও বেশকিছু মানুষ গুরুতর জখম হয়েছেন।

পাকিস্তানের আপৎকালীন পরিষেবা বিভাগের মুখপাত্র বিলাল ফইজি জানিয়েছেন, খাইবার পাখতুনখওয়া প্রদেশে বেশ জোরাল কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের আতঙ্কে শতাধিক বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী আব্দুল কাদির পাটেল দেশের সমস্ত হাসপাতালে আপৎকালীন সতর্কতা জারি করেছেন বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর।

পাকিস্তান এবং তাজিকিস্তান সীমান্তের কাছে ভূমিকম্প

মঙ্গলবার আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়। পর দু’বার ভূমিকম্প হয় সেখানে। রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ছিল ৪.৪। দ্বিতীয়টির তীব্রতা ছিল ৬.৫। আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়। বিশেষ করে হিন্দুকুশ পার্বত্য এলাকায়, যা কিনা ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

এর ফলে ইসলামাবাদ (Pakistan Earthquake), লাহৌর এবং পেশোয়ারে কম্পন অনুভূত হয়েছে। একই সঙ্গে ভারতের দিল্লি ও তার আশ-পাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের এই কম্পনের আঁচ পৌঁছয় উত্তর ভারতেরও একাধিক জায়গায়।

নয়ডা, দিল্লিতে কম্পন অনুভূত হয়। রাত ১০টা নাগাদ রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষজন। শিশুদের কম্বলে মুড়িয়ে বের করে আনা হয় বাড়ি থেকে। গাজিয়াবাদেও আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অনেকে।

পাকিস্তানের আর্থিক দুরবস্থার মধ্যেই ভূমিকম্প

এর আগে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়েছে। সেই বন্যায় কমপক্ষে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তাছাড়া পাকিস্তানে এখন আর্থিক দুরবস্থা চলছে। পাক সরকারের কাছে ডলার নেই বললেই চলে। যে ৩ বিলিয়ন ডলার পাকিস্তানের ভাঁড়ারে পড়ে রয়েছে তাতে কোনও রকমে দিন ১৫ চলতে পারে। এই পরিস্থিতিতে ভূমিকম্প পাকিস্তানের মানুষের কাছে অভিশাপ হিসেবে নেমে এসেছে।

সাধারণত যে কোনও দুর্যোগের মোকাবিলায় বিদেশি সাহায্যের ওপর ভরসা করে থাকে পাকিস্তান। কিন্তু সম্প্রতি বন্যা দুর্গতের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর পরেও যেভাবে তা লুঠ হয়েছে তাতে পাকিস্তানের ওপর যারপরনাই ক্ষিপ্ত পশ্চিমী দুনিয়া। এমনকী চিনের মতো বন্ধু দেশও পাকিস্তানের ওপর অভিমান করে বসে রয়েছে। এই পরিস্থিতিতে ভূমিকম্প দুর্গতদের জন্য কোন দেশ পাকিস্তানকে (Pakistan Earthquake) সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটাই এখন দেখার।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -