Homeপশ্চিমবঙ্গKaustav Bagchi: জামিন পেয়ে মাথা কামিয়ে মমতাকে উৎখাতের শপথ কৌস্তভের

Kaustav Bagchi: জামিন পেয়ে মাথা কামিয়ে মমতাকে উৎখাতের শপথ কৌস্তভের

- Advertisement -

কলকাতা: এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্টাইলে’ মমতাকেই চ্যালেঞ্জ! দু‘দশক আগে মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্চনা করেছিল বাম জমানার পুলিশ। আর তারপরই না কি মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, বাংলা থেকে তিনি বামপন্থীদের না তাড়ানো পর্যন্ত তিনি মহাকরণে পা দেবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সত্যিই সত্যিই সেটা করে দেখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের ১২ বছরের মাথায় ঠিক সেই রকমই এবার মাথার চুল কামিয়ে ফেলে শপথ নিতে দেখা গেল কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে। তিনি শনিবার ব্যাঙ্কশাল আদালত থেকে হাজার টাকার বন্ডে জামিন পেয়েই ঘোষণা করলেন, ‘‘যতদিন না পর্যন্ত রাজ্য থেকে তৃণমূল সরকার উৎখাত হয়, ততদিন তিনি মাথায় চুল গজাতে দেবেন না।

কৌস্তভ বাগচির এমন শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই শেষ পর্যন্ত পূরণ হবে কি না সেটা সময় আর বাংলার ভবিষ্যতের রাজনৈতিক ঘটনাপ্রবাহই বলবে। কিন্তু কৌস্তভকে নিয়ে গত ২৪ ঘণ্টায় যা ঘটল – তাতে বাংলার শাসকদল তৃণমূল যে ‘চাপে’ সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কেননা, বিরোধীদের পাশাপাশি কৌস্তভের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিশিষ্টরাও। যাঁরা সাধারণত বেশিরভাগ সময় চুপ করে থাকায় পছন্দ করেন।

শুক্রবার রাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি। গ্রেফতার হওয়ার সময়ই এরাজ্যের শাসককে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, জামিনে মুক্ত হয়েই গ্রেফতারির প্রতিবাদে মাথা কামাবেন। তিনি আরও বলেন, “যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য থেকে উৎখাত হয়, ততদিন মাথায় চুল গজাতে দেব না।”

এদিন বিকালে জামিনে মুক্ত হয়ে আদালত থেকে বেরোনোর পর সেই প্রতিশ্রুতিই রাখলেন আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়েই আদালত থেকে কিছুটা দূরে এক নাপিতের কাছে বসে মাথা কামালেন তিনি।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -