মুম্বই: মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যু মায়ের পেটেই চক্রবুহ্য ভেদের রহস্য শিখে ফেলেছিলেন। এবার বাস্তব জীবনে গীতা শিক্ষার (RSS Gita Lessons) জন্য তেমনটাই চাইছেন আরএসএসের মহিলা সংগঠন। গর্ভবতী মহিলার পাশে বসে গীতার শ্লোক পাঠ করা হবে এবং রামায়ণের কাহিনি বলা হবে। এর ফলে মায়ের পেটে থাকতে থাকতেই শিশুর ভারতীয় সংস্কার সম্পর্ক ধারণা জন্মাতে শুরু করবে বলে মনে করছেন তাঁরা।
এই উদ্দেশ্য নিয়ে সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তাঁরা একটি আলোচনাচক্রের আয়োজনও করেছিলেন। সেখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থেকে বেশ কয়েক জন স্বাস্থ্যবিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। ছিলেন এইমস-এ বেশ কয়েক জন চিকিৎসকও। ইতিমধ্যেই এই কাজে বেশ ভালো সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
‘সমবর্ধিনী ন্যাস’ হল আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) মহিলাদের বিভাগ রাষ্ট্র সেবিকা সমিতির শাখা। এই সংগঠনের অন্যতম প্রধান হলেন মাধুরী মারাঠি। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ‘গর্ভ সংস্কার’ প্রোগ্রামে অন্তত ১০০০ জন হবু মা’কে যুক্ত করার চেষ্টা হচ্ছে।
‘সমবর্ধিনী ন্যাস’-এর তরফে জানানো হয়েছে, এবার মায়ের গর্ভ থেকে শিশুদের গীতা আর রামায়ণ পড়ানোর কথা ভাবছে তারা। আর এই লক্ষ্যে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে এই সংগঠন। তাদের এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘গর্ভ সংস্কার’।
সম্প্রতি এই সংগঠনের অন্যতম প্রধান মাধুরী মারাঠি সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁরা শিশুদের জন্মের আগে থেকেই শিক্ষাদান শুরু করতে চান। আর সেই কারণেই এমন ভাবনা। শিশু গর্ভে থাকা থেকেই তাকে গীতার শ্লোক, রামায়ণের কাহিনি এবং যোগসাধনা সম্পর্কে শেখানো শুরু করা হবে। সেই শিক্ষা চলবে জন্মের পরে আরও দু’বছর পর্যন্ত।
মাধুরী মারাঠি সংবাদমাধ্যকে আরও জানিয়েছেন, গর্ভেই শিশু ৫০০-র কাছাকাছি শব্দ শিখে ফেলতে পারে। সেই শব্দগুলি যাতে গীতা বা রামায়ণের থেকে পাওয়া হয়, তাই এই ব্যবস্থা। এতে শিশু যখন বড় হবে, তখন সে ভারতীয় সংস্কার সম্পর্কে, দেশের মূল্যবোধ সম্পর্কে ভালো করে জানবে— এমনই মত তাঁর। এই কারণেই এই শিক্ষাদানের বিষয়টির নামকরণও করা হয়েছে ‘গর্ভ সংস্কার’।