মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
HomeবিদেশPutin on Zelensky : "জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন?" কী উত্তর দিয়েছিলেন পুতিন

Putin on Zelensky : “জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন?” কী উত্তর দিয়েছিলেন পুতিন

- Advertisement -

নয়াদিল্লি – রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এখন আর নতুন কথা নয়। বরং পৃথিবী পুতিন আর জেলেনস্কির লড়াইকে পাশে রেখেই দৌঁড়চ্ছে। কিন্তু তারই মাঝে কিছু কিছু বিতর্কও দিব্যি চলছে। উঠছে নানা প্রশ্ন। যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কি পুতিন হত্যার ছক কষেছিলেন? এর উত্তর না কি স্বয়ং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ইজরায়েলের প্রধানমন্ত্রীকে দিয়েছেন।

“আপনি কি জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন ?” রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা জিজ্ঞাসা করেছিলেন ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এর উত্তরে পুতিন আশ্বস্ত করে বেনেটকে জানিয়েছিলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না। সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর।

এক সাক্ষাৎকারে বেনেট জানান, দুই দেশের মধ্যে যুদ্ধ চলাকালীনই রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলে কথা দিয়েছিলেন।  

এপি-র এই খবর এমন একটা সময়ে সামনে এল যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলল। গত বছর ফেব্রুয়ারি মাসেই যুদ্ধ শুরু হয় দুই দেশের মধ্যে। এদিকে পুতিনের সামরিক বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনে। এমন একটা পরিস্থিতিতে বেনেটের সাক্ষাৎকার শনিবার অনলাইনে পোস্ট করা হয়। তাঁর এই সাক্ষাৎকারের সারমর্ম প্রমাণ করে, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব মেটাতে আন্তর্জাতিক স্তরে কী প্রচেষ্টাই না চলেছিল, এমনই বলছে ওয়াকিবহাল মহল।

প্রায় পাঁচ ঘণ্টার ওই সাক্ষাৎকারে একাধিক বিষয়ে প্রশ্নোত্তরপর্ব চলে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারী বেনেট পুতিনের কাছে জানতে চান, তিনি কি ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করতে চাইছেন ? উত্তরে পুতিন বেনেটতে আশ্বস্ত করে বলেন, “জেলেনস্কিকে আমি মারব না।” এ ব্যাপারে পুতিনের প্রতিশ্রুতি চান তিনি। 

বেনেট জানান, গত বছর মস্কোয় পুতিনের সঙ্গে কথোপকথনের পর তিনি জেলেনস্কিকে ফোন করেছিলেন। তাঁকে পুতিনের আশ্বাসের কথা জানান। তখন জেলেনস্কি জানতে চান, আপনি নিশ্চিত ? উত্তরে বেনেট বলেন, ১০০ শতাংশ নিশ্চিত।   

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট সংশয় প্রকাশ করে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) কি আদৌ বেঁচে আছেন ?’ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখার সময় এনিয়ে মন্তব্য করেন তিনি। একটি ব্যক্তিগত ইভেন্টে তাঁকে প্রশ্ন করা হয়, রাশিয়ার সঙ্গে শান্তি সমঝোতা কবে শুরু হবে ? সেই সময়ই পুতিন-প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। জেলেনস্কির-মন্তব্যের এই ভিডিও ট্যুইটারে ছড়িয়ে পড়ার পর, পাল্টা সুর চড়ান রাশিয়া প্রশাসন। তাদের কটাক্ষ, ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া বা পুতিন-কারও অস্তিত্বই চান না।

ব্রেকফাস্টে যোগ দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সত্যি বলতে, আমি বুঝতে পারছি না কার সঙ্গে কী নিয়ে কথা বলব। রাশিয়ার প্রেসিডেন্ট যিনি মাঝেমধ্যে একটি সবুজ পর্দাকে পেছনে রেখে উপস্থিত হন, তিনিই রাশিয়ার প্রেসিডেন্ট কি না জানি না। বুঝতে পারছি না, উনি আদৌ বেঁচে আছে কি না। উনিই সিদ্ধান্ত নিচ্ছেন কি না, বা ওখানে (রাশিয়া) কে সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর