কলকাতা: রাজ্যেরই এক জেলাশাসকের দফতরে কাজের সুযোগ। চুক্তির ভিত্তিতে ডিএম অফিসে প্রোটেকশন অফিসার পদে কাজের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদনের সুযোগ মিলবে।
বর্তমানে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ডিএম অফিসে মিলছে কাজের সুযোগ। চাকরিপ্রার্থীদের প্রোটেকশন অফিসার পদে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন মিলবে ১৪ হাজার টাকা করে। আপাতত ১টিই পদ ফাঁকা রয়েছে। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের History/Geography/Social Work/English/Political Science/Economic/Sociology- বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীদের কম্পিউটারের কাজ জানা থাকতে হবে।
এই পদে কাজের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। ২০২৩-এর ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করে নিন। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি ও এসটি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
কীভাবে আবেদন করবেন?
ঝাড়গ্রাম ডিএম অফিসে প্রোটেকেশন অফিসার পদে চাকরির জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ প্রয়োজনীয় সব তথ্য প্রথমে স্ক্যান করে নিন। তারপর সেটি পিডিএফ আকারে নিয়ে wcdsw.rcrt@gmail.com- পাঠিয়ে দিন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দেখে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে এই চাকরি। এই পদে চাকরির জন্য আবদেনের শেষ তারিখ ২০২৩-এর ১ মার্চ।