কলকাতা – রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের খবর। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইয়ং প্রফেশনাল হিসাবে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১১। যে কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা কাজ করার সুযোগ পাবেন। নিযুক্তদের কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে এক মাসের চুক্তিতে বহাল রাখা হবে। ওই প্রকল্পের জন্য ফিল্ডম্যান হিসাবেও ইয়ং প্রফেশনালদের কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।
১২ নভেম্বর বেলা ১১টা নাগাদ ইন্টারভিউ শুরু হবে। ওই দিন ইন্টারভিউ শুরু হওয়ার আগে জীবনপঞ্জি, সাদা কাগজ এবং অন্যান্য আনুষঙ্গিক নথির সঙ্গে বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে সঙ্গে রাখা আবশ্যক। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।