মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeরাজনীতিToday Bangla Khabor : ‘বউ পালিয়ে যাওয়ায় পাগল হয়ে গিয়েছ’, সংসদে সৌমিত্রকে...

Today Bangla Khabor : ‘বউ পালিয়ে যাওয়ায় পাগল হয়ে গিয়েছ’, সংসদে সৌমিত্রকে ‘অশালীন’ আক্রমণ সৌগতর

- Advertisement -

নয়াদিল্লি – গত বিধানসভা নির্বাচনের আগে সৌগতর হাত ধরেই স্বামী এবং বিজেপিকে ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল খাঁ। স্ত্রী ঘাসফুলের পতাকা হাতে নেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার সেই ঘটনাকে হাতিয়ার করেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌমিত্র খাঁর উদ্দেশে তিনি বলেন, “তোমার মাথার ঠিক নেই। বউ পালিয়ে যাওয়ায় তুমি পাগল হয়ে গিয়েছ।” এখানেই থেমে না থেকে তৃণমূলের এই প্রবীণ সাংসাদ লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্দেশেও বলেন, “ওঁর (সৌমিত্র) মাথার তার কেটে গিয়েছে।”

স্বাভাবিক ভাবেই তৃণমূলের প্রবীণ অধ্যাপকের এমন মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়ে বিতর্ক। কেউ বলছেন, সৌগত রায় ঠিক কাজই করেছেন। যেভাবে সৌমিত্র খাঁ বারবার সৌগত রায়কে সংসদে কথা বলতে বাধা দিচ্ছিলেন, তাতে তিনি উচিত কাজই করেছেন। কিন্তু অন্যপক্ষের বক্তব্য, আর যাই হোক এতে সংসদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। তাছাড়া সৌগত রায়ের মতো একজন প্রবীণ অধ্যাপকের এমন ভাষায় সৌমিত্র খাঁকে আক্রমণ করাটা মোটেও ঠিক হয়নি। হাজার হোক, সুজাতা মণ্ডল খাঁকে তো তৃণমূলে টেনে এনেছিলেন তিনি নিজেই। তাহলে বউ পালানো নিয়ে সৌমিত্র পালটা কথাটা বললে এই বুড়ো বয়সে সৌগত রায়কে লজ্জায় মুখ লুকোতে হত।

আসলে, বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন সৌগত। প্রবীণ এই সাংসদ তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার সময় নানা টীকাটিপ্পনী ছুড়ে দিতে থাকেন সৌমিত্র। এ ভাবে বেশ কিছু ক্ষণ চলার পর বিরক্ত সৌগত রায় বউ পালিয়ে যাওয়ার কটাক্ষ করে বসেন। বিষয়টি তখনকার মতো ধামাচাপা পড়ে গেলেও পরে এ নিয়ে সৌগত রায়কে সতর্ক করেন স্পিকার। স্পিকার সৌগতকে জানান, তাঁর মতো প্রবীণ এবং অভিজ্ঞ সাংসদের মুখে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ শোভা পায় না। তাঁর এ বিষয়ে আরও সচেতন এবং সংযত হওয়া উচিত ছিল বলেও সৌগতকে জানান স্পিকার।

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, “এ ধরনের মন্তব্য তৃণমূলের রুচিহীনতাকেই প্রকট করে।” শালীনতা বজায় রাখার জন্য তৃণমূলের নেতামন্ত্রীদের কার ক’জন স্ত্রী, তা নিয়ে বিজেপি প্রশ্ন তোলে না বলেও দাবি করেছেন তিনি!

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর