মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeখবরCoal Scam in West Bengal : কয়লা কাণ্ডে কলকাতায় বিরাট অভিযান ইডির,...

Coal Scam in West Bengal : কয়লা কাণ্ডে কলকাতায় বিরাট অভিযান ইডির, ফের মিলল কোটি কোটি টাকা

- Advertisement -

কলকাতা – কয়লাদুর্নীতি কাণ্ডে বিরাট আপডেট। ফের বিরাট অভিযান চালাল ইডি। এবার ফের কলকাতায় কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, তল্লাশিতে বান্ডিল বান্ডিল নোটের হদিশ মিলেছে। কলকাতার এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে হানা ইডির। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত হয়েছে খবর। বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ম্যারাথন অভিযান চলছে। সন্ধে পেরিয়েও চলছে টাকা গোনা।

জানা গিয়েছে, দিল্লির ইডির টিম কয়লা পাচার মামলায় এই তল্লাশি করছে। কলকাতা ও পাশ্ববর্তী বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে। বুধবার ভোরে দুই কার্টুন সিআরপিএফ আসে। ইডির বিশাল টিম কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই তল্লাশি করছে। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, মানি ট্রেল লিংকের সূত্রে ধরেই ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

‘‘আর্থিক প্রতারণার দায়ে ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে। কলকাতার এক রেস্তোরাঁর মালিককেও খুঁজছে ইডি।’’

সন্ধে পর্যন্ত যে খবর মিলেছে, এখনও পর্যন্ত ১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে খবর। কারণ ইডির তদন্তকারীরা মনে করছেন আরও টাকা লোকানো রয়েছে ওই অফিসে। টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। একদিকে টাকা গোনা চলছে। অন্যদিকে টাকা খুঁজে চলেছে ইডির আধিকারিকরা। ইডি অফিসারদের সন্দেহ, এই অফিসে আরও টাকা লোকানো রয়েছে। ১০-১২ জন ইডি অফিসার এই অফিসে তল্লাশি চালাচ্ছেন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর