মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeবাংলাদেশDhaka Blast: ঢাকার গুলিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত ১৬, জখম ২০০

Dhaka Blast: ঢাকার গুলিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত ১৬, জখম ২০০

- Advertisement -

ঢাকা ফের বিস্ফোরণ বাংলাদেশে। এবার খোদ রাজধানী ঢাকায় (Dhaka Blast)। মঙ্গলবার বিকালে এই বিস্ফোরণ হয় ঢাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায়। এখন পর্যন্ত এই ঘটনায় মারা গিয়েছেন ১৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ২০০‘র বেশি মানুষ। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, বাংলাদেশের সময় বিকাল ৫টা নাগাদ ঢাকায় গুলিস্তান এলাকার কাছে, নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের (Dhaka Blast) ঘটনা ঘটে। বাদশা ট্রেডিং সেন্টার নামের একটি ভবনে বিস্ফোরণের পর তা আশেপাশের এলাকায় আঘাত করে। বিস্ফোরণে সড়কের উপরে থাকা একটি বাসে একপাশে আঘাত করলে জানালার সব কাঁচ ভেঙে যায়। বাসযাত্রীদের অনেকে আহত হয়েছেন।

এছাড়া ওই ভবনটির সামনে থাকা বেশ কয়েকটি ভ্যান ও রিকশাচালক, পথচারী আহত হয়েছেন। যেখানে এই বিস্ফোরণ হয় সেই এলাকায় বেশিরভাগই স্যানিটারি দোকান। এদিন ছিল শবে বরাত। তাই বিকালে জিনিসপত্র কেনার জন্য অনেকেই ছিলেন দোকানে।

 

ঘটনাস্থলের পাশে আল আমিন নামে একটি বাজার রয়েছে। সেই বাজারের এক কর্মী বলেছেন, বিস্ফোরণের পর বাইরে বেরিয়ে তিনি দেখেছিলেন রক্তাক্ত অবস্থায় পড়ে রাস্তায় পড়ে আছেন বহু মানুষ। ৮ জনকে তিনি নিজেই ভ্যানে তুলে মেডিকেল কলেজে পাঠিয়েছেন।

ঢাকার দমকল বা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করে। আরও বহু আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষ্যদর্শীদের অনেকেই দাবি করেছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রেই এই বিস্ফোরণ ঘটেছে।

প্রসঙ্গত, রবিবার বেলা পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সায়েন্স ল্যাবরেটরি এলাকার শিরিন ভবনের তৃতীয় তলায়। বিস্ফোরণে ৩ জন নিহত হন। ওই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছিল। তার আগের দিন শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছিলেন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর