HomeখবরSonu Nigam: মুম্বইয়ে গায়কের সঙ্গে ধাক্কাধাক্কি, ‘আমার ম্যানেজার মরেই যেত’ বললেন সোনু...

Sonu Nigam: মুম্বইয়ে গায়কের সঙ্গে ধাক্কাধাক্কি, ‘আমার ম্যানেজার মরেই যেত’ বললেন সোনু নিগম

- Advertisement -

মুম্বই: বিখ্যাত গায়ক সোনু নিগমকে (Sonu Nigam) অনুষ্ঠান মঞ্চের সিড়ি থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল এক নেতার ছেলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরে। সেখানে সোনু নিগমের একটি অনু্ষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান চলার সময়েই মুম্বইয়ের শিবসেনা বিধায়কের ছেলে সোনু নিগমের (Sonu Nigam) সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। শিল্পীর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোনু নিগমকে ধাক্কা মারেন, তার পর তাঁর চুল ধরেও টানা হয়। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে (Sonu Nigam Viral Video) দেখা যাচ্ছে, সোনু নিগমকে (Sonu Nigam) ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এর পর সোনুকে ধরতে গেলে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানিকে এর পর ধাক্কা মারেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নীচে পড়ে যান তিনি। এই ঘটনায় গায়কের কোনও চোট লাগেনি কিন্তু তাঁকে বাঁচাতে গিয়ে দু’জন আহত হয়েছেন।

 

ঘটনা প্রসঙ্গে সোনু নিগম (Sonu Nigam) জানিয়েছেন, ‘‘শো শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানি-সহ আমরা সবাই স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পিছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তার পর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানেন। আমার ম্যানেজার মরেই যেত।’’

সোনু নিগম (Sonu Nigam) থানায় এবিষয়ে অভিযোগ জানাতে গিয়ে আরও জানিয়েছেন, ‘‘ছেলেটির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, সে না কি বিধায়ক প্রকাশ ফাতেপেকরেরর ছেলে। স্বাভাবিকভাবেই বিজেপি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, উদ্ধব ঠাকরের ঘণিষ্ঠ বলে পরিচিত বিধায়কের ছেলেই এই ‘আক্রমণ’ করেছে। যদিও স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও ব্যাপার নেই।

 

 

 

 

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -