মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
HomeবাংলাদেশSourav Ganguli: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ - ডোনা

Sourav Ganguli: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ – ডোনা

- Advertisement -

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli) ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁরা দু’দিনের জন্য বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মেয়র্স কাপের উদ্বোধনও করেন সৌরভ (Sourav Ganguli)। আর তারপর শুক্রবার তিনি দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguli)এই সাক্ষাত নিতান্তই সৌজন্যমূলক বলা হচ্ছে। যদিও অনেকে মনে করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক এখন যেহেতু ভালো – সেক্ষেত্রে আগামীদিনে তিনি দুই বাংলার সেতু হয়ে উঠতে পারেন তিনি।

এদিন গণভবনে যখন স্ত্রী ডোনাকে নিয়ে সৌরভ যান, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও হাজির ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। টেস্ট অধিনায়ক হিসাবে সৌরভের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই স্মৃতিচারণ করেন সৌরভ।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান বলেন, “টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে শুরুটা ভাল করেছিল বাংলাদেশ। হেরে যাওয়ার আশঙ্কা ছিল আমাদের। সাজঘরে ফিরে ভাবছিলাম অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই না হেরে যেতে হয়। শেষ পর্যন্ত আমরা ম্যাচে ফিরে আসি। জিতেছিলাম ম্যাচটা।”

বৃহস্পতিবার থেকেই সৌরভ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। দু’দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন তিনি। বোর্ড সভাপতি থাকার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচেই হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ম্যাচ শুরুর আগে ইডেনের ঘণ্টা বাজিয়েছিলেন হাসিনা।

বাংলাদেশ নিয়ে নানা স্মৃতির কথা বৃহস্পতিবারের অনুষ্ঠানে বলেন সৌরভ। তিনি বলেন, “বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৩১৫ রান তাড়া করে জিতেছিলাম আমরা। সেই সময় এই রান তাড়া করে জেতা সহজ ছিল না। মাঠের ফ্লাডলাইটও এত ভাল ছিল না। ফুটবলের ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা হয়েছিল। বাংলাদেশে আমার প্রচুর বন্ধু। এখানকার মানুষের ভালবাসায় আমি মুগ্ধ।”

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর