HomeখবরChandan Mandal: শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার বাগদার সেই রঞ্জন ওরফে চন্দন...

Chandan Mandal: শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার বাগদার সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডল

- Advertisement -

কলকাতা – শেষ পর্যন্ত গ্রেফতার করা হল টেট দুর্নীতির অন্যতম অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, শুক্রবার সকালে রঞ্জন মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এদিনের সেই জিজ্ঞাসাবাদ ১ ঘণ্টা চলার পরই রঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পরই রঞ্জন মণ্ডলকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত রঞ্জন মণ্ডলের ৪ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে। তার মানে, এবার রঞ্জন মণ্ডলকে নিজের হিফাজতে নিয়ে আগামী সোমবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

এদিন যখন চন্দন মণ্ডলকে আদালত থেকে বেরোনোর মুখে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি অযোগ্যদের চাকরি দিয়েছিলেন? আপনি কি কুন্তল ঘোষকে চেনেন?’’ এর উত্তরে সবাইকে চমকে দিয়ে এদিন চন্দন মণ্ডল ইংরেজি আউরে বলেন, ‘‘উপেন বিশ্বাস তাঁর লক্ষ্যে সফল হয়েছেন। আমি এর বেশি কোনও কথাই বলব না।’’ এরপরেও সাংবাদিকরা একই প্রশ্ন চেষ্টা করলে চন্দন মণ্ডল চোখ বড় বড় করে সিবিআইয়ের গাড়িতে বসেন।

সিবিআই সূত্রে খবর, চন্দন মণ্ডলকে বার বার টেট দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও প্রথমে তিনি কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি উলটো বুঝে নিজেই সুড়সুড় করে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এরপর কয়েকদিন জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের দাবি, চন্দন মণ্ডল শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও তিনি মোটেও তদন্তে সহযোগিতা করছিলেন না। চন্দন মণ্ডলের কাছ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। কিন্তু সেই সব নথি সম্পর্কে চন্দন মণ্ডল মোটেও মুখ খুলছিলেন না। উলটে সিবিআইয়ের দাবি, চন্দন মণ্ডল বরং তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। সেই কারণেই এই গ্রেফতারি। পাশাপাশি চন্দন মণ্ডলের সঙ্গে যুক্ত বিভিন্ন জেলার মোট ৫ জন এজেন্টকেও গ্রেফতার করেছে সিবিআই।

যদিও চন্দন মণ্ডলের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য এদিন আলিপুর আদালতের বাইরে মিডিয়ার সামনে দাবি করেন, তাঁর মক্কেল চন্দন মণ্ডল নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। একজন প্রভাবশালী ব্যক্তি (পড়ুন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস) চন্দন মণ্ডলকে ব্যক্তিগত শত্রুতার কারণে মামলা করে ফাঁসিয়েছেন। এমনটা যে হতে পারে এই আইনজীবী না কি জানেনই না। আইনজীবীর আরও দাবি, চন্দন মণ্ডল আসলে একজন শান্ত-শিষ্ট-ধোপদুরস্ত ভদ্রলোক এবং শিক্ষকও বটে। তিনি শিক্ষকতা করে নিজের জীবন চালান। সিবিআই যতবারই ডেকেছে চন্দন মণ্ডল জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সুতরাং চন্দন মণ্ডলকে গ্রেফতারির কোনও কারণ নেই।

কিন্তু শুধুমাত্র শিক্ষকতা করে কি করে বনগাঁর বাগদায় রাজপ্রসাদ তৈরি করলেন, কী করেই বা তাঁর গাড়ির চালকের কাছে টেট দুর্নীতির অনেক নথি পাওয়া গেল, কেনই বা বনগাঁ এলাকার মানুষ চন্দন মণ্ডলকে সাদা খাতায় শিক্ষকের চাকরি দেওয়ার দাবি করছেন – এমন সব প্রশ্নের উত্তর দেননি চন্দন মণ্ডলের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য।

 

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -