মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeখবর‘আর কবে…। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী?’ অরিজিৎকে আক্রমণ করে প্রশ্ন কুণাল ঘোষের

‘আর কবে…। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী?’ অরিজিৎকে আক্রমণ করে প্রশ্ন কুণাল ঘোষের

- Advertisement -

কলকাতা – গান শেখানোর নাম করে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই। কিন্তু এই সুযোগে গায়ের ঝাল মিটিয়ে নেওয়ার সুযোগ ছাড়লেন না তৃণমূলের কুণাল ঘোষ। আরজিকরের খুন-ধর্ষণের ঘটনায় গান লিখলেও এখন কেন অরিজিৎ চুপ, সেনিয়ে সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন কুণাল।

লিখেছেন, “পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী মুম্বইয়ের আরেক গায়ক এর ফ্ল্যাট থেকে গ্রেফতার। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন এর অভিযোগ। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বইয়ে ছিলেন তিনি। ১৮ তারিখ অবধি পুলিশ হেফাজত । মুম্বই থেকে অরিজিৎ(সিং), অভিজিৎ (ভট্টাচার্য), শ্রেয়া (ঘোষাল) সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ… আর কবে…। মুম্বই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন???? আর কবে????”

বাংলা গানের জগতের পরিচিত নাম সঞ্জয় চক্রবর্তী। সম্পর্কে তিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিকি চক্রবর্তীর কাকা একটি গানের স্কুল চালান। সেখানকারই এক ১৬ বছরের ছাত্রীর সঙ্গে কুকর্ম করার চেষ্টা চালান সঞ্জয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, তিন মাস আগে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। ১৬ বছরের ছাত্রীর সঙ্গে কুকর্ম করার চেষ্টা করেছিলেন তিনি। তার পর ২৯ অগস্ট বেলঘরিয়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে ‘জিরো এফআইআর’ করেন সেই ছাত্রী বাবা-মা। তার পর বেলঘরিয়া থানা, সংশ্লিষ্ট ঘটনা যে থানার আওতাধীন সেই চারু মার্কেট থানায় পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, রবিবার মুম্বইয়ের আরাকুলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করা হয়।

লালবাজার সূত্রে খবর, রবিবার মুম্বইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত, সেখানে গিয়ে তাকে গত রবিবার পাকড়াও করে চারু মার্কেট থানার পুলিশ। এরপর তাঁকে ট্রান্সজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। বুধবার রাতে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য বাংলা গানের জগতে। 

অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীকে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত, সুতরাং সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো)-এ মামলা রুজু করেছে চারু মার্কেট থানার পুলিশ। 

আরজি কর কাণ্ডের মাঝেই আরও এক সঞ্জয়ের কীর্তিতে হতবাক সকলেই! নারীর স্বাধীনতা, আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছিল বাংলার শিল্পী মহল। পিছিয়ে ছিলেন না কৌশিকি চক্রবর্তীও। এবার তাঁর ঘরের লোকের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ। এবার এই ঘটনা নিয়ে ফুঁসলেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি সরাসরি একহাত নেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের মতো তারকাদের। যাঁরা আরজি করের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর