HomeভারতBill Gates: ভারতের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস

Bill Gates: ভারতের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস

- Advertisement -

নয়া দিল্লি: দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে ২০৪৭ সালের মধ্য়ে আমাদের লক্ষ্যপূরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন আমাদের গতিকে আরও বৃদ্ধি করতে হবে, একেবারে টপ গিয়ারে চালাতে হবে। শনিবার ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর ভারতের প্রধানমন্ত্রীর এমন লক্ষ্যকে সামনে রেখেই মাইক্রোসফ্‌টের প্রতিষ্ঠাতা বিল গেটস বললেন, ‘‘ভারত সম্পর্কে আমি আগের চেয়েও বেশি আশবাদী।’’

আসলে এদিন বাজেট পরবর্তী ক্ষেত্রে বিশ্লেষণে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সাল থেকে এই প্রথা চলে আসছে। কেন্দ্রীয় বাজেটে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা রয়েছে তা নিয়েই এই পর্যালোচনা বৈঠক। আর শনিবারই মোদীর সঙ্গে বৈঠক করেন বিল গেটস।

পরে বিল গেটস তাঁর ব্লগে জানান, স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভাবনী কাজ, জলবায়ু পরিবর্তন, আসন্ন জি-২০ শীর্ষবৈঠক-সহ নানা বিষয়ে মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে।

গেটসের কথায়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উদ্ভাবনী দক্ষতার প্রমাণ দিয়েছেন। করোনা অতিমারি পর্বে তাঁর সংস্থা গেটস ফাউন্ডেশন ভারতে যে টিকাগুলি পাঠিয়েছিল সেগুলির সংরক্ষণ এবং সদ্ব্যবহারের ক্ষেত্রে মোদীর সরকার দক্ষতা দেখিয়েছে।’’

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণেও বলেন, ২০২৩-২৪ এর বাজেটে পরিকাঠামো ও বিনিয়োগের ক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সাতটি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাধীনতার ১০০ বছরকে স্মরণীয় করে রাখতে ২৫ বছরের মধ্যে টার্গেট পূরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -