কলকাতা – উত্তরবঙ্গে বিজেপিকে আঘাত হানতে রাজবংশী সম্প্রদায়কে ‘টার্গেট’ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, এতে কোনও লাভ হবে না। বিজেপির রাজবংশী ভোটব্যাঙ্কে কোনও ভাবেই তৃণমূল দাঁত ফোটাতে পারবে না।
‘‘আমি বিএসএফের গুলিতে রাজবংশী সম্প্রদায়ের যুবকের মৃত্যু তদন্ত যাতে ঠিক ভাবে হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব। প্রয়োজনে উচ্চ আদালতেও যাব ৷ ’’
সন্দেহ নেই, অনেকটা বিজেপির ঢঙেই উত্তরবঙ্গে খেলা খেলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা যেমনটা রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপির কর্মী-সমর্থকদের পরিবারকে আইন-আদালতে সব ধরনের সাহায্য করছেন, ঠিক তেমনটাই উত্তরবঙ্গে এই রাজবংশী পরিবারের জন্য করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি তাতে বিশেষ কোনও লাভ হবে না।
‘‘উনি উত্তরবঙ্গে রাজবংশী তাস খেলতে গিয়েছেন। ফের তার প্রমাণ পাওয়া যাবে।’’
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসলে বিজেপি যেভাবে এরইমধ্যে উত্তরবঙ্গ কিংবা কোচবিহারের রাজবংশী ভোটব্যাঙ্ককে পকেটে পুরে ফেলেছে, সেটা এতদিনে তৃণমূলের চোখে পড়েছে। বিজেপিকে উত্তরবঙ্গ কিংবা কোচবিহারে দুর্বল করতে হলে যে এই রাজবংশী ভোটারদের মন জয় করতে হবে, সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের ‘নাম্বার টু’ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোই বুঝতে পারছেন। এমনিতেই ভোট পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গে রাজবংশী ভোট তিরিশ শতাংশের বেশি। আর কোচবিহারে সেটা ৬২ শতাংশ। বিজেপির দাবি, এই রাজবংশীদেরই পাখির চোখ করছে তৃণমূল।