মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeপশ্চিমবঙ্গগ্রেফতার করতে পারে কলকাতা পুলিশ! এবার রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ খোদ...

গ্রেফতার করতে পারে কলকাতা পুলিশ! এবার রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ খোদ ইডি

- Advertisement -

কলকাতা – শিকারি খুদ ইয়াহা শিকার বন গয়া! বাংলার রাজনীতিতে সেই রকমই উলট পুরাণ দেখা যাচ্ছে। যে ইডির ভয়ে এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অন্য তাবড় তাবড় নেতাদের আদালতে রক্ষাকবচের জন্য ছুটে যেত – সেই ইডিই এবার নিজেদের তদন্তকারী আধিকারিকদের রক্ষাকবচ চেয়ে আদালতের দরজায় কড়া নেড়েছে।

কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের কাছে ওই রক্ষাকবচের আর্জি জানিয়ে বলেছে, তাঁদের তদন্তকারী আধিকারিকদের রক্ষাকবচ দেওয়া হোক। যাতে কলকাতা কিংবা রাজ্যপুলিশ গ্রেফতার করতে না পারে।

ইডির এমন আর্জিতে সাড়া দিয়েছে উচ্চ আদালত। ইডির এই আবেদন শোনার পর মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবারই মামলাটির শুনানি হতে পারে। বিচারপতি অবশ্য জানিয়েছেন, কোর্ট এই আবেদনটি গ্রহণ করবে কি না শুনানিতে স্পষ্ট হবে। বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট মন্তব্য ‘‘আপাতত মামলা ফাইল করুন। পরে আদালত সিদ্ধান্ত নেবে।’’ তবে আবেদনকারী কেন্দ্রীয় সংস্থা ইডিকে বিচারপতি সিনহা পাল্টা প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, ‘‘আপনারা কি সত্যিই মনে করেন এই আদালত ওই রক্ষাকবচ দিতে পারে?’’

যদিও এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী অভিযোগ করেন, ‘‘বাংলায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হয়রানির শিকার হচ্ছেন তাঁদের কর্তারা।’’ এমনকি, বার বার ইডির অফিসারদের চিঠি পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আদালতকে তিনি জানান, এই সব কিছুর মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা বলে পরিচিত লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের দফতরে ইডির তল্লাশির ঘটনাটি।

বিচারপতিকে ইডি আরও বলে, লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডির অফিসারদের হয়রানি করে চলেছে কলকাতা পুলিশ। বার বার চিঠি পাঠাচ্ছে তারা। তাই ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর