মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
HomeUncategorizedGauri Khan: শাহরুখের স্ত্রী গৌরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুল্লোর, ব্যাপার কি?

Gauri Khan: শাহরুখের স্ত্রী গৌরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুল্লোর, ব্যাপার কি?

- Advertisement -

মুম্বই: দিন কয়েক ধরে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে (Gauri Khan) নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলিং চলছে। কারণ আর কিছুই নয়, গৌরী খানের (Gauri Khan) বাড়ির ডাস্টবিন বা ময়লা ফেলার বালতির দাম। গৌরীর নকশা করা এই ময়লা ফেলার বালতির দাম ১৫ হাজার টাকা! আর তাতেই বলিউড বাদশার স্ত্রীকে নিয়ে মজা চলছে সোশাল মিডিয়ায়।

আসলে গৌরী খান (Gauri Khan) একজন অন্দরসজ্জা শিল্পী। বলিপাড়ায় প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী হোক কিংবা বড় শিল্পপতির বাড়ির অন্দরসজ্জা— বেশির ভাগ ক্ষেত্রেই নেপথ্যে থাকেন শাহরুখ-পত্নী গৌরী।

নিজের নকশা করা অন্দরসজ্জার সামগ্রী বিক্রির জন্য নিজস্ব সংস্থা রয়েছে গৌরী খানের। সেই সংস্থারই নানা জিনিসের চড়া দাম নিয়ে মজায় মেতেছেন নেটাগরিকরা।

এক নেটনাগরিক লিখেছেন, ‘‘আরে ভায়া, এই ডাস্টবিনের নকশা তৈরি করতে অনেক ঘণ্টা সময় খরচ করা হয়েছে, অনেক সাধনার পর গোরী এর নকশা তৈরি করেছেন বলে কথা— দাম তো হবেই।’’

আর এক জন লিখেছেন, ‘‘আমার বাড়িতে কুচিয়ে রাখা ৫০০ টাকার নোটগুলি ফেলার জন্য অবশেষে মনের মতো ডাস্টবিন খুঁজে পেলাম। গৌরী তোমাকে ধন্যবাদ।’’

এখানেই শেষ নয়। গৌরী খানের বিরুদ্ধে নেটনাগরিকদের অভিযোগ, সৌন্দর্য বাড়াতে মেকআপের পাশাপাশি তিনি না কি ফোটোশপের সাহায্যও নেন। সমাজমাধ্যমে কম্পিউটারে কারসাজি করা ছবি পোস্ট করেন গৌরী।

দিন দুয়েক আগে গৌরী খানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ। তা নিয়েই ব্যাপক চর্চা শুরু হয়। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই নেটাগরিকরা গৌরীকে ‘ট্রোল’ করতে শুরু করেছেন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর