আমেদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উইকেট নিয়ে নানা কথা হচ্ছে। এই পরিস্থিতিতে আহমেদাবাদের পিচের রেটিং প্রসঙ্গে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) পরিস্কার ভাষায় জানালেন, ‘‘আমি এ বিষয়ে বেশি ঢুকতে চাই না। ম্য়াচ রেফারি পিচ নিয়ে মতামত এবং তাঁর ভাবনার কথা জানাতেই পারে। আমি তাতে সায় দিলাম কী না, তাতে কী যায় আসে!’’
আহমেদাবাদে বৃহস্পতিবার থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর সিরিজের চতুর্থ টেস্ট। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ছিলেন দ্রাবিড়। ওঠে পিচের প্রসঙ্গও। আর সেখানেই ভারতীয় দলের কোচ (Rahul Dravid) বলেন, ‘‘পিচ দেখতে ভালই লাগছে। জানি পিচ নিয়ে অনেক কথা হচ্ছে। পিচ যেমনই হোক আমাদের খেলতে হবে। কী ভাবে ভাল খেলতে হয়, তা শিখতে হবে।’’
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। না হলে জটিল অঙ্কের মুখে পড়তে হবে ভারতীয় শিবিরকে। ইন্দোরে হার-জিতের চেয়েও আলোচনায় বেশি ছিল পিচ। ম্য়াচ রেফারির রিপোর্টের ভিত্তিতে ইন্দোরের পিচকে ‘খুবই খারাপ’ রেটিং দিয়েছে আইসিসি।
এমনকি এই টেস্ট ভেনুকে ৩ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ইন্দোর টেস্ট জিতলে আহমেদাবাদে গ্রিনটপ চাইত টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত হয়ে গেলে, তার প্রস্তুতিও শুরু করা যেত আমেদাবাদ থেকেই। হারে পরিকল্পনায় সমস্য়া হয়েছে। ইন্দোরের পিচকে আইসিসির রেটিং সহ নানা প্রশ্নের জবাব দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
আইসিসি ইনদওরের পিচকে খারাপ বলে চিহ্নিত করেছে। এই নিয়ে মন্তব্য করতে চাননি দ্রাবিড়। তাঁর বক্তব্য, ‘‘এটা ম্যাচ রেফারির সিদ্ধান্ত। আমরা এমন পিচই চাইব, যেখানে ম্য়াচের ফল বেরোবে। সব সময় ভারসাম্য় রাখা সম্ভব নাও হতে পারে। এমনটা ভারতের মাটিতেই শুধু হয়েছে তা নয়। বিশ্বের অন্যান্য় দেশেও হয়।’
তৃতীয় টেস্ট হার নিয়ে আক্ষেপ থাকলেও হতাশ নন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘প্রথম ইনিংসে আমাদের ১০৯ রানটা একটু কম হয়ে গিয়েছিল। আরও ৬০-৭০ রান তুলতে পারলে ফলাফল অন্য রকম হতে পারত।’’ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের পিচ নিয়ে প্রচুর আলোচনা, সমালোচনা হলেও তাতে কান দিতে নারাজ দ্রাবিড়। তাঁর পরিস্কার বক্তব্য, পিচ যেমনই হোক ভাল ক্রিকেট খেলাই লক্ষ্য ভারতীয় দলের। সে জন্য সব ধরনের পিচে খেলা শিখতে হবে ক্রিকেটারদের।