মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
HomeভারতManish Sisodia: দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়াকে আরও ২ দিনের সিবিআই হেফজত দিল...

Manish Sisodia: দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়াকে আরও ২ দিনের সিবিআই হেফজত দিল আদালত

- Advertisement -

নয়া দিল্লি: আরও দু-দিন মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত। সিবিআইয়ের আইনজীবীর আবেদন মেনেই শনিবার এই রায় দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম. কে নাগপাল। আগামী সোমবার ফের মণীশ সিসোদিয়াকে দিল্লি আদালতে তোলা হবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, সিসোদিয়ার আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলের স্ত্রী গুরুতর অসুস্থ। পাশাপাশি তিনি বলেন, তাঁর মক্কেলকে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার ‘কোনও বিশেষ কারণ নেই।

সিসোদিয়ার আইনজীবী এদিন সিবিআইকে কটাক্ষ করে আদালতে আরও বলেন, “সিবিআইয়ের অদক্ষতা কখনওই জামিন না পাওয়ার কারণ হতে পারে না।”

এদিন বিচারক রায় শোনানোর আগে মণীশ সিসোদিয়া নিজে অবশ্য আদালতকে জানান, সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করছেন। তবে মানসিকভাবে হেনস্তা করতে একই প্রশ্ন বারবার করছেন।

এরপরই বিচারক শেষ পর্যন্ত সিবিআইয়ের আবেদনই আংশিক মেনে নেন এবং মণীশ সিসোদিয়াকে দু-দিনের সিবিআই হেফাজতে পাঠান। অবশ্য দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর এই জবাবে বিচারক সিবিআই-কে নির্দেশ দেন, একই প্রশ্ন পুনরায় করা যাবে না।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত রবিবার গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। দীর্ঘ ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাঁকে দিল্লির রাউস এভিনিউ আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেই সময়সীমা শেষ হওয়ায় শনিবার তাকে আদালতে হাজির করানো হয়।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর