মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeনর্থ-ইস্টNorth-East News: স্বপ্নপূরণ হল না তৃণমূলের, উত্তর-পূর্বে দুই মুখ্যমন্ত্রীর শপথে হাজির মোদী-...

North-East News: স্বপ্নপূরণ হল না তৃণমূলের, উত্তর-পূর্বে দুই মুখ্যমন্ত্রীর শপথে হাজির মোদী- শাহ

- Advertisement -

নয়াদিল্লি: ত্রিপুরায় খাতা খোলেনি। কিন্তু মেঘালয়ে ৫টি আসন পেয়েছে তৃণমূল। আর সেই ৫টি আসন নিয়েই জোট সরকারের স্বপ্ন দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (North-East News)শেষ পর্যন্ত ভাঙাগড়ার খেলায় মেতে উঠতে দেখা গিয়েছিল মেঘালয় তৃণমূলের নেতা মুকুল সাংমাকে। কিন্তু সফল হতে পারলেন না। মেঘালয়ে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)-র প্রধান কনরাড সাংমা। যে জোটে রয়েছে বিজেপি।

অন্য দিকে, নাগাল্যান্ডে ‘ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি) সভাপতি নিফিয়ু রিও পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি শপথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডা হাজির ছিলেন।

অথচ এই নাগাল্যান্ডেই তৃণমূল ২০১২ সালে বিধানসভা নির্বাচনে ১৭ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। জিতেছিল ৭টি আসনে। বাংলার বাইরে এ পর্যন্ত কোনও বিধানসভা ভোটে সেটিই তৃণমূলের সবচেয়ে ভাল ফল। নাগাল্যান্ডে অবশ্য বিজেপির সঙ্গে জোট করেই ভোটে লড়েছিল রিওর এনডিপিপি। মঙ্গলবার রিওর সঙ্গেই রাজ্যপাল লা গণেশনের কাছে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তাঁর দলের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং।

এ বার নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা আসনের মধ্যে এনডিপিপি ২৫ এবং বিজেপি ১২টিতে জিতেছে। এনসিপি ৭, এনপিপি ৫, এনপিএফ (নাগা পিপলস ফ্রন্ট), আরপিআই এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২টি করে আসনে জিতেছে। জেডি(ইউ) ১ এবং নির্দলের ঝুলিতে ৪টি কেন্দ্র গিয়েছে।

অন্যদিকে, মেঘালয়ে এনপিপি প্রধান কনরাডের সঙ্গেই রাজ্যপাল ফাগু চৌহানের কাছে শপথ নিয়েছেন ১১ জন মন্ত্রী। তাঁদের মধ্যে দুই উপমুখ্যমন্ত্রী-সহ এনপিপির ৯ জন, ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি)-র ২ জন, বিজেপি এবং এইচএসপিডিপির ১ জন করে রয়েছেন।

ভোটের আগে প্রতিটি দলই আলাদা ভাবে লড়লেও ত্রিশঙ্কু বিধানসভায় নির্বাচন পরবর্তী জোট গড়ে ক্ষমতা দখল করেছে ৪টি দল মিলে। প্রসঙ্গত, টানা সাড়ে ৪ দশকের ত্রিশঙ্কু ঐতিহ্য এ বারও বহাল রেখেছে মেঘালয়।

প্রসঙ্গত, মেঘালয়ের বিধানসভার ৬০টি আসনের মধ্যে ভোট হয়েছিল ৫৯টিতে। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় সংখ্যা পায়নি। এনপিপি ২৬, ইউডিপি ১১, কংগ্রেস এবং তৃণমূল ৫টি করে, ভয়েস অফ দ্য পিপলস পার্টি ৪টি আসনে জিতেছে।

বিজেপি, এইচএসপিডিপি, পিডিএফ এবং নির্দলদের ঝুলিতে গিয়েছে ২টি করে আসন। ইতিহাস বলছে, ১৯৭৮ সালের বিধানসভা ভোটে শেষ বার মেঘালয়ে ‘অল পার্টি হিল লিডার্স কনফারেন্স’ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর