মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
HomeখবরUttarakhand Government: চাকরির পরীক্ষায় টুকলির শাস্তি যাবজ্জীবন জেল কিংবা ১০ কোটি টাকা...

Uttarakhand Government: চাকরির পরীক্ষায় টুকলির শাস্তি যাবজ্জীবন জেল কিংবা ১০ কোটি টাকা জরিমানা!

- Advertisement -

নয়াদিল্লি – বাংলায় যখন বেআইনি পথে শিক্ষকতার চাকরি নিয়ে বিতর্ক চলছে, ঠিক তখনই বড়সড় পদক্ষেপ নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। অসাধু পথে নিয়োগ পেলে শুধু চাকরি হারানো নয়, হতে পারে যাবজ্জীবন জেল এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা! এমন কঠোর পদক্ষেপ করতে এরইমধ্যে অর্ডিন্যান্স জারি করে ফেলেছে উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামীর সরকার।

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধুতা প্রতিরোধ আইন ২০২৩’ শীর্ষক ওই অর্ডিন্যান্সে গত সপ্তাহে সই করেছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিংহ। ফলে ইতিমধ্যেই সেটি কার্যকর হয়েছে। সরকারি সূত্রের খবর, বিধানসভার পরবর্তী অধিবেশনে সেটি পাশ করানো হবে। সাম্প্রতিককালে হিমালয় ঘেরা ওই পাহাড়ি রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের কয়েকটি অভিযোগের জেরেই এমন কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এর আগে কড়া শাসন ব্যবস্থায় নজর কেড়েছিল উত্তরপ্রদেশের যোগী সরকার। এবার আরেক এক বিজেপি শাসিত রাজ্য কড়া আইন এনে বুঝিয়ে দিল, দুর্নীতির সঙ্গে লড়তে হলে কী করা প্রয়োজন। অথচ, আমাদের বাংলার যা অবস্থা তাতে উত্তরপ্রদেশ কিংবা উত্তরাখণ্ডের মতো রাজ্যও যে পশ্চিমবঙ্গে পিছনে ফেলে একে একে এগিয়ে যাচ্ছে – সেটাই এতে প্রমাণিত হচ্ছে বলে অনেকে মনে করছেন।

 

 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর