মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
Homeপশ্চিমবঙ্গTET Scam : চক, ডাস্টার নিয়ে কী ভাবে পড়াবেন, তার পরীক্ষায় দেননি...

TET Scam : চক, ডাস্টার নিয়ে কী ভাবে পড়াবেন, তার পরীক্ষায় দেননি ২০১৬‘র ইন্টারভিউয়াররা!

- Advertisement -

কলকাতা : নিয়োগ দুর্নীতিতে (TET Scam) আবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ‘২০১৪-র টেটের (TET 2014) ভিত্তিতে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় চক, ডাস্টার নিয়ে কী ভাবে পড়াবেন, তার অ্যাপটিটিউড পরীক্ষায় হয়নি। হাই কোর্টে রুদ্ধদ্বার শুনানির সময় ইন্টারভিউয়াররা স্বীকার করে নিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট)-র অ্যাপ্টিটিউড টেস্ট ‘সঠিক পদ্ধতি’ মেনে হয়নি। সেই মর্মে নথিতেও সই করেছেন তাঁরা। সেই নথি প্রকাশ করলেন মামলাকারী প্রার্থীদের আইনজীবী।

২১ ফেব্রুয়ারি রুদ্ধদ্বার কক্ষে ৩০ জন ইন্টারভিউয়ারকে (Interviewer) জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার প্রকাশ্য়ে এসেছে সেই প্রশ্নোত্তর পর্বের লিখিত প্রতিলিপি। ‘অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার বিষয়ে কোনও নির্দেশও দেওয়া হয়নি’ বলে জানা যায়। বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) কাছে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন ইন্টারভিউয়াররা। 

প্রশ্নোত্তর পর্বের লিখিত প্রতিলিপি অনুসারে, ‘সংখ্যাগরিষ্ঠ ইন্টারভিউয়ার জানিয়েছেন, অ্যাপটিটিউড টেস্ট (Aptitude Test)  নেওয়ার কোনও নির্দেশ ছিল না’ প্রশ্নোত্তর পর্বের লিখিত প্রতিলিপিতে উল্লেখ। অনেক প্রার্থীর কোনও অ্যাপ্টিটিউড টেস্টই নেওয়া হয়নি। নিজেদের বয়ানের নথিতে সইও করেছেন ওই ইন্টারভিউয়াররা।      

প্রসঙ্গত আদালত সূত্রে খবর, প্রত্যেক ইন্টারভিউয়ারকে আলাদা করে ডেকে তাঁদের কথা শোনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ভয় পাওয়ার কারণ নেই বলে অভয় দেন তিনি। সেখানেই কেউ কেউ বিচারপতিকে জানান, পরীক্ষা নেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত ছিলেন না তাঁরা। সে দিন বিচারপতিকে ঠিক কী জানিয়েছিলেন তাঁরা, সেই বয়ানের নথিই সামনে এল।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর