মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeপশ্চিমবঙ্গJustice Abhijit Ganguly: চাকরি চলে যাওয়া ১৯১১ জন শিক্ষককে হেফাজতে নেবে সিবিআই,...

Justice Abhijit Ganguly: চাকরি চলে যাওয়া ১৯১১ জন শিক্ষককে হেফাজতে নেবে সিবিআই, ফেরাতে হবে বেতনও

- Advertisement -

কলকাতা – ভাগ্যের চাকা বুঝি একেই বলে! কপাল তো পুড়লই, এবার শুরু হবে আইন-আদালতের টানা-হ্যাঁচড়া। শুধু চাকরি বাতিল করেই ক্ষান্ত হলেন না। ওএমআর শিটে কারচুপির ফলে যাঁরা চাকরি পেয়েছিলেন, সেই ১৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-কে আদেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এ দিনই এসএসসি গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আজই এই ১৯১১ জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি জারি করার জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতির কড়া নির্দেশ, এই ১৯১১ জন আজ থেকেই তাঁদের কর্মস্থল অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলগুলিতে ঢুকতে পারবেন নাস স্কুলের কোনও কিছু স্পর্শও করতে পারবেন না৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ পাশাপাশি যে বেতনের টাকা তাঁরা এতদিন পেয়েছেন, সেই টাকাও কিস্তিতে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷

এমন কি, এই ১৯১১ জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া এই অভিযুক্তদের কারও ক্ষেত্রে কোনও চাকরির পুলিশ ভেরিফিকেশন হবে না৷

এর পাশাপাশি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ কার নির্দেশে সুবীরেশ ভট্টাচার্য এই দুর্নীতিতে জড়িয়েছেন, সেই নাম জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ বিচারপতি বলেন, যদি তিনি নাম না জানান, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে সুবীরেশ ভট্টাচার্য একাই সব দুর্নীতি করেছেন৷ সেক্ষেত্রে সুবিরেশ ভট্টাচার্যের ডক্টরেট, মাস্টার ডিগ্রি সব হাইকোর্ট অস্তিত্বহীন করে দেবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর