মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
HomeরাজনীতিAmit Shah: বাংলায় পা রাখার ঠিক আগে শাহকে ৫১ হাজার চিঠি পাঠালেন...

Amit Shah: বাংলায় পা রাখার ঠিক আগে শাহকে ৫১ হাজার চিঠি পাঠালেন সায়নীরা

- Advertisement -

কলকাতা – আজ ধর্মতলায় কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে বঞ্চিতদের নিয়ে অমিত শাহর ( Amit Shah ) হাইভোল্টেজ সভা। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রায় ৫১ হাজার চিঠি পাঠাল যুব তৃণমূল কংগ্রেস (Trinamool Youth Congress) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

চিঠিতে তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের বকেয়া বাংলার মানুষের ন্যায্য পাওনা, তা দিচ্ছে না কেন্দ্র। ২০১৪ সালে প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু, দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। সঙ্গে জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি।  অমিত শাহর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও।  

 

 

একদিকে ধর্মতলায় অমিত শাহের বঞ্চিতদের নিয়া সভা, আর অন্যদিকে বুধবারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল। কালো পোশাক পরে বিধানসভায় গেলেন তৃণমূলের বিধায়করা। মঙ্গলের পর বুধেও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত অম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। 

বুধবার শাহি সভা থাকায় বিধানসভায় নেই কোনও বিজেপি বিধায়ক। একমাত্র বিরোধী হিসেবে উপস্থিত আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর দাবি, বিধানসভার ভিতরে বিজেপি লোক দেখানো বিরোধিতা করে। যতটুকু বিরোধিতা সেটা আমিই করার চেষ্টা করি।  

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর