Homeপশ্চিমবঙ্গTrain Cancelled : বৃহস্পতিতে বন্ধ বর্ধমান স্টেশন, বাতিল বহু লোকাল, দূরপাল্লার ট্রেন

Train Cancelled : বৃহস্পতিতে বন্ধ বর্ধমান স্টেশন, বাতিল বহু লোকাল, দূরপাল্লার ট্রেন

- Advertisement -

বর্ধমান – ফের বন্ধ করা হবে বর্ধমান স্টেশনের একাংশ। পুরনো ওভারব্রিজের কাঠামো ভেঙে ফেলার শেষ মুহূর্তের কাজ চলবে। তাই আগামী বুধবার মাঝরাত থেকে ১৪ ঘণ্টার জন্য আংশিক বন্ধ থাকবে বর্ধমান রেল স্টেশন। যে কারণে বৃহস্পতিবার বাতিল থাকবে একগুচ্ছ লোকাল এবং দূরপাল্লার ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধমান স্টেশনে কাজ চলবে। ইতিমধ্যেই ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৮ নম্বর প্লাটফর্ম পর্যন্ত পুরনো ওভারব্রিজের কাঠামো সরিয়ে ফেলা হয়েছে। এখন শুধু ১ ও ২ নম্বর প্লাটফর্মের উপর কাজ বাকি রয়েছে।

বৃহস্পতিবার বাতিল ট্রেনের তালিকায় আছে হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস। বুধবার সাংবাদিক বৈঠক করে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন জানান, বৃহস্পতিবার মেগা পাওয়ার ব্লক করা হবে বর্ধমানে। তার জন্য অনেক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪১ টি দূরপাল্লার ট্রেন, মেন লাইনে ১৭ জোড়া লোকাল এবং কর্ড লাইনে ১৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এ বিষয়ে যাত্রীদের অবগত করার জন্য এই শাখার সব স্টেশনে ঘোষণা করা হচ্ছে। ডিআরএম জানিয়েছেন, বন্দে ভারত কিংবা রাজধানীর মতো ট্রেনগুলিকে বাতিল করা হবে না। এ ছাড়া বর্ধমানের আগে কর্ড লাইনে মশগ্রাম ও মেন লাইনে শক্তিগড় থেকে ১৪ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ওভারব্রিজ ভাঙার সমস্ত কাজ ২১ ফেব্রুয়ারি শেষ হবে।

‘‘শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে ছাড়া বেশ কিছু ট্রেনও বাতিল থাকছে ওই দিন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।’’

এর আগে গত ৫ ফেব্রুয়ারি গোটা দিন বর্ধমান স্টেশন বন্ধ করা হয়েছিল। দিনভর ট্রেন চলাচল বন্ধ ছিল। শুধু মাত্র কয়েকটি হাতেগোনা মেল ও এক্সপ্রেস ট্রেন ওই দিন চলাচল করে বর্ধমান স্টেশন দিয়ে। হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-রামপুরহাট এবং আসানসোল রেলপথে লোকাল ট্রেন পরিষেবাও। যাত্রীদের দুর্ভোগ কমাতে শক্তিগড় ও মশাগ্রাম স্টেশন থেকে কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন চালায় রেল। তাতে অবশ্য যাত্রীদের ভোগান্তি বিশেষ কমেনি।

 

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -