HomeখবরToy Train: খেলনার মতো উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন

Toy Train: খেলনার মতো উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন

- Advertisement -

শিলিগুড়ি: হঠাৎই চলতে চলতে উলটে গেল টয় ট্রেনের (Toy Train) ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ। কার্শিয়াঙে (kurseong)। জানা গিয়েছে, কার্শিয়াং থেকে দু’টি কামরা-সহ ইঞ্জিনটিকে তিনধারিয়া শেডে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্শিয়াং থেকে বেরোনোর পথেই ঘটনাটি ঘটে।

ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘কোনও যাত্রী ছিলেন না ট্রেনে (Toy Train)। চালক এবং সহ-চালক ছিলেন। খুবই ধীর গতিতে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়েছে। কেউ আহত হননি। মেরামতির জন্য তিনধারিয়া স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেনটিকে।’’

কর্তৃপক্ষ সূত্রে খবর, কার্শিয়াং স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যে (Toy Train) ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রাস্তার উপর উল্টে যায়। তবে ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। চালক, সহ-চালক থাকলেও তাঁরা আহত হননি।

তবে লাইনচ্যুত হয়ে রাস্তার উপর টয় ট্রেনের ইঞ্জিন উলটে যাওয়ার পর যত দ্রুত সম্ভব রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়েছে। এই ঘটনায় কার্শিয়াংগামী রাস্তায় যান চলাচল কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -