HomeরাজনীতিShubhendu Adhikari: আমন্ত্রণ ফিরিয়ে ফের মমতার ‘বৈঠকের ফাঁদ’ এড়ালেন শুভেন্দু অধিকারী

Shubhendu Adhikari: আমন্ত্রণ ফিরিয়ে ফের মমতার ‘বৈঠকের ফাঁদ’ এড়ালেন শুভেন্দু অধিকারী

- Advertisement -

কলকাতা: ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদটি খালি পড়ে ছিল। সেই পদে নিয়োগ করতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠকের ঠিক আগে শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়ে দিলেন, তিনি ওই বৈঠকে হাজির থাকবেন না। তাঁর পক্ষে ওই বৈঠকে হাজির থাকা সম্ভব নয়।

কিন্তু কেন তিনি বৈঠকে হাজির থাকবেন না

এর ব্যাখ্যায় শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন, আগেই নির্ধারণ করা হয়েছে, কে ওই চেয়ারে বসবেন। এখন নামেমাত্র বৈঠক ডাকা হয়েছে। তাই তিনি থাকছেন না। শুভেন্দুর কথায়, ‘‘আমি মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য নির্ধারিত বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছি। কারণ, ওই পদের জন্য নিয়োগের যে সব গাইডলাইন রয়েছে তা মানা হয়নি। আগে থেকেই সব ঠিক করে নেওয়ার পর এখন পুরোটাই লোক দেখানোর প্রক্রিয়া হিসেবে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।’’


প্রোটোকল কী বলছে

প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী বৈঠকে বসেন। সেই প্রোটোকল মেনে বুধবার বিধানসভায় এই বৈঠক। চলতি বছর ১৫ জন এই পদের জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে চার জন বয়সজনিত কারণে বাদ গিয়েছেন। এর পর ১১ জনের মধ্যে এক জনকে বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা এবং পুলিশ কর্তারা।

এর পিছনে কোন রাজনীতি কাজ করছে

একই ঘটনা ঘটেছিল গত বছরও। সেবারেও মুখ্য তথ্য কমিশনার বাছাইয়ের জন্য নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু সে বারও বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। আসলে শুভেন্দু অধিকারীর ঘণিষ্ঠ সূত্রে যেটা খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দায়ে পড়ে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সৌহার্দের বার্তা দিতে চাইছে। একদিকে সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে, অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার বহু কেন্দ্রীয় প্রকল্পের টাকা দুর্নীতির কারণে আটকে দিয়েছে।

শুভেন্দু অধিকারীর ঘণিষ্ঠদের অভিমত, এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা বনিবনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের মানুষকে দেখাতে চাইছেন, হাজার বিরোধিতা সত্বেও তিনি বিরোধীদের সম্মান করেন। তাঁদের বৈঠকে ডাকেন। কিন্তু বৈঠকের আগেই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে রাখেন। ফলে শুভেন্দু ঘণিষ্ঠদের মতে, এ ধরনের আমন্ত্রণ আসলে শুভেন্দু অধিকারীর জন্য ফাঁদ। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী বার বার বৈঠক এড়িয়ে যাচ্ছেন।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -