এই মুহুর্তে মোশারফ করিম (Mosharraf Karim) নামটা দুই বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মোশারফ করিমের নাটক (Mosharraf Karim Natok) অনলাইনে এমন উচ্চতায় পৌঁছে গিয়েছে যে সেটা অনেক অভিনেতার কাছেই ঈর্শার কারণ হতে পারে। মোশারফ করিম শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, তিনি এই মুহুর্তে বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন বিপুল সম্পদ নিয়ে। তার সেই বিপুল পরিমান সম্পদের অর্থমূল্য প্রায় ২২৭ কোটি টাকা। কি করে হল এই পাহার প্রমাণ সম্পদ? কি সেই নেপথ্যের কাহিনী? সেই বিশ্লেষণেই এই অবতারণা।
মোশারফ করিমের
জন্ম- ২২ আগষ্ট ১৯৭১
স্থান- ঢাকা / বরিশাল জেলা, গৌরনদী থানা -ছোটবেলা গ্রামের নাম পিঙ্গলা কাঠি
পিতা আব্দুল করিম
পিতা আব্দুল করিমের সখ ছিল একজন অভিনেতা হবেন। কিন্তু আশা তার পূরণ হয়নি। অথচ তারই সন্তান মোশারফ করিম (Mosharraf Karim) আজ দুই বাংলার এক সেরা অভিনেতা।
বিষয় তালিকা
শৈশব ও গ্রামের বাড়ি
একদম শুরু থেকে আসা যাক। কে এই মোশারফ করিম (Mosharraf Karim)? পিতা আব্দুল করিমের অষ্টম সন্তান এই মোশারফ ঢাকায় জন্মগ্রহন করলেও পরবর্তী সময়ে ক্লাস ফাইভে পড়ার সময় চলে যান তাঁর দেশের বাড়ি বরিশালের গৌড়নদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের আড়িয়াল খাঁ পাড়ায়। এই সময় এইখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তবু গ্রামের জীবন আজও তাঁর কাছে অত্যধিক প্রিয়। ঘরের চার দেয়ালের মধ্যে তাঁকে কখনও ধরে রাখা যায়নি। তাঁর অপুর্ব বাচন শৈলীতে ধরা তাঁর প্রকৃতি প্রেম- ‘বৈশাখ টানে, ঝড় টানে, নদী টানে জোছনা টানে, অমাবস্যাও টানে। এইসবকে অনেকে দস্যিপনা বলেন আমি বলি প্রকৃতিপনা।‘ এই বোধই তাঁকে আজ এতো দূরে নিয়ে এসেছে যা বলার অপেক্ষা রাখে না।পারিবারিক অনুশাসনের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। কিন্তু তবু মনে করেছে সেটারও প্রয়োজন ছিল।
এইখানেই তিনি মাধ্যমিক মান পর্যন্ত পড়াশুনা করেন এবং দশম ক্লাস পাস করেন এইখান থেকেই। আজও তাকে বলতে শোনা যায় সেই গ্রামের দিনগুলিই তার কাছে বেশি প্রিয়। প্রিয় স্কুল জীবন। ছোটবেলা থেকেই মোশারফ অভিনয়ের প্রতি ঝুঁকে ছিলেন। তিনি সবকিছু নকল করতেন। যখন বই পড়তেন তখন সেই চরিত্রগুলোর মতো করে পড়তেন। মোশারফের বাবা আব্দুল করিম নিজেও যাত্রা শিল্পের সাথে যুক্ত ছিলেন কিন্তু তিনি ছেলের মতো পেশাদার অভিনেতা ছিলেন না। তাঁর বাবার কন্ঠের কবিতা শুনে সেই শৈশবেই মোশারফ ভাই অভিভূত হতেন। বাবার এই গুণ তাঁকে ধীরে ধীরে এই অভিনয় জগতের প্রতি টেনে নিয়ে আসে। আর আজ যাকে আমরা দেখি, যাকে দেখে আমরা অভিভূত হই। গ্রামের স্কুলে নাটক করা থেকে যাত্রা দেখা ও করা এই সব অভিজ্ঞতা নিয়ে তিনি দশম মান পাস করে আবার ঢাকায় চলে আসেন।
ঢাকায় প্রত্যাবর্তন ও নাটকের প্রতি আগ্রহ
এই ঢাকা থেকেই তাঁর জীবনের বাঁক অভিনয়ের দিকে চলতে শুরু করে। ঢাকায় এসে তিনি প্রথমেই একটি মঞ্চ নাটক দেখতে যান। নাটকটি ছিল থিয়েটার আরামবাগের প্রযোজনায় মমতাজ উদ্দীনের আহমেদের রচনা নির্দেশনায় ‘ক্ষতবিক্ষত’। মঞ্চ নাটক নানা দিক যেমন আলো, মঞ্চসজ্জা, ইত্যাদি দেখে নাটকের প্রতি আকৃষ্ট হন এবং এই দলেই যুক্ত হবার জন্য ছুটে যান। কিন্তু নির্দেশক তাকে নিতে রাজি হননি কারণ তিনি বয়সে ছিলেন অনেক ছোট। সত্যিই তো তাকে এখন কলেজে ভর্তি হতে হবে, উচ্চশিক্ষায় যেতে হবে। মোশারফ নাছোড়বান্দা, তার সেই অদম্য ইচ্ছা দেখে মমতাজ উদ্দীন তাকে অনুমতি দেন শুধু মাত্র শোয়ের দিন আসার জন্য। কিন্তু শোয়ের দিন এসে তো অভিনয় শিক্ষা হবে না। সেখানে তিনি হলে দর্শকদের সীটে বসাবার জন্য আলো দেখাতেন। নাটক করতে গেলে এইসব কাজগুলো করতেই হয়, সেই ডিসিপ্লিনই তাকে এগিয়ে নিয়ে যাবে। থিয়েটারকে বুঝে নিতে সাহায্য করবে। যদিও এইখানে তিনি বেশিদিন থাকেন নি।
মোশারফ করিমের (Mosharraf Karim) নাট্য শিক্ষা
মনে মনে একটা সুযোগ খুঁজছিলেন হয়তো। এমনি সময় অভিনেতা নির্দেশক তারিক আনাম খান পেপারে একটা বিজ্ঞাপণ দেন তিনি একটি নাটকের দল তৈরি করবেন এই মর্মে। সেখানে মোশারফ করিম ইন্টারভিউ দিতে যান। এবং সেখানে ১৪০০ প্রার্থীর মধ্যে তিনি ৪০ জন নির্বাচিত হন। এই চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে তিনিও ছিলেন। এরপর তারিক ভাই সকলকে কয়েকদিনের ওয়ার্কশপ করান। এই ওয়ার্কশপ তার জীবনে প্রথম প্রথাগত নাট্য শিক্ষা। তখন দলের নাম থিক হয়নি। এরপর ১৯৯০ সালে দল তৈরি হয়ে নাম দেওয়া হয় ‘নাট্যকেন্দ্র’। এই দলেই শুরু হয় মোশারফ করিমের নাট্যচর্চা ও চর্যা। আজও তিনি দলেরই একজন রয়েছেন। নাট্যা শিক্ষায় গুরু হিসেবে মেনে নিয়েছেন তারিক আমিন স্যারকেই।
একদিকে কলেজের অধ্যয়ন অপরদিকে নাট্যচর্চা এই দুইই সমান তালে চলতে থাকে। কিন্তু নাটক করে তো টাকা রোজগার হয় না। সংসারেও এই নিয়ে ঈষৎ সমস্যা হয়। মোশারফ ভাই প্রাতিষ্ঠানিক শিক্ষাকে নাট্য শিক্ষার চেয়ে বড় করে দেখতে রাজী নয়। তার মতে পড়ালেখা করার উদ্দেশ্য অর্থোপার্জন। কিন্তু থিয়েটার তো তা না। থিয়েটার একজন মানুষের মানসিক গঠনে সাহায্য করে। একটি যন্ত্রে পরিণত করে না। থিয়েটার করা সব মানুষেরই যা সমস্যায় পরতে হয়, তাঁকেও সেই একই ভাবে সমস্যায় পরতে হয়েছে।
মোশারফ করিমের (Mosharraf Karim) প্রথম পেশা ও প্রেম
তবু থিয়েটার তিনি চালিয়ে গেছেন। আর অর্থ উপার্জনের জন্য বেছে নিয়েছিলেন কোচিং সেন্টারে শিক্ষকতা করাকে। আর পাঁচটা বেকার যুবকের মতোই তার জীবন সেই চেনা ছকেই ঘুরতে শুরু করেছে। এই কোচিং সেন্টারেই তিনি এক ছাত্রীকে পছন্দ করে বসেন। দীর্ঘদিন তাকে তার মনে কথা বলতে পারেন নি, প্রায় বছর দেড় পরে সেই ছাত্রীকে ডেকে বললেন, ‘আমার একটা কথা বলার আছে, যা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে।’ সেই ছাত্রী বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। দু-তিন বার এই একই কথা বলার পর ছাত্রী তাঁকে বলেছিলেন- ‘আমার শুনতে আপত্তি নেই স্যার বলুন, আমি আশ্চর্য হলে হব’। মোশারফ বলেছিলেন- ‘তোমাকে আমি পছন্দ করি’। ছাত্রীটি প্রথমে বুঝতে পারেনি, স্যার হয়ে ছাত্রীকে পছন্দ করতেই পারে। কিন্তু মোশারফ পরবর্তীতে বলেছিলেন, ‘এই পছন্দ একটু অন্য ধরনের পছন্দ, তোমাকে আমার ভালোলাগে।’
ছাত্রীর নাম রোবেনা রেজা জুঁই। দুদিন বাদে সম্মতি জানিয়েছিলেন মোশারফ ভাইকে। এই দুদিন মোশারফ খুবই মনঃকষ্টের মধ্যেই ছিলেন, তারপর শুরু তাদের প্রেম এবং তারপর বিবাহ। আজ তাঁরা এক পুত্র সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন রোবেনা নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।
মোশারফ করিমের (Mosharraf Karim) প্যাশন থেকে কেরিয়ার
এবার নিয়মিত অ্যামেচার নাট্য চর্চা থেকে বেরিয়ে ২০০৪-২০০৫ সাল নাগাদ শুরু করে দেন টেলভিসন সিরিয়ালের কাজ অর্থাৎ পেশাদার কাজ। প্রথম যে কাজটা ক্লিক করলো, সেটা সোরোয়ার ফারুকির ‘ক্যারাম’। যা কচি খন্দকারের লেখা। এরপর থেকে আর তাকে ঘুরে দাঁড়াতে হয়নি। যারা তাঁর অভিনয় একবার দেখেছে তাঁরাই তাঁর প্রেমে পড়েছেন। অন্যান্য সিরিজ আর নাটক না দেখে ছাড়েন না। শুধু শুদু একজনকে মানুষ ভালোবাসছেন না।
টেলিভিশনে মোশারফ করিম (Mosharraf Karim Natok)
ছোট পর্দায় মোশারফকে প্রথম দেখা যায় ফেরদৌস হাসান পরিচালিত অতিথি নামক একটি একক নাটকের মাধ্যমে, ১৯৯৯ সালে। কিনতি তার টেলিভিশন নাটকের সুনাম বা সুদিন আসে ক্যারাম নাটকের মধ্য দিয়ে ২০০৪ সালে। ক্যারাম নাটকে নুসরত ইমরোজ তিশা-র বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তার সাথে সাথে বাংলাদেশ টেলিভিশনে জায়গা করে নিয়েছেন ,মোশারফ। তারপর থেকে আর তাকে পিছনের দিকে ফিরে তাকাতে হয় নি। আজ সে ওপার ও এপার বাংলার এক স্বনামধন্য অভিনেতা। তার অভিনীত চরিত্রে হাসি, কষ্ট, বিরহ ওশিক্ষামূলক ভাব গুলি দর্শকের মনে দাগ কাটে। তার অভিনয় দর্সক একবার দেখলে অন্যান্য কাজ না দেখে থাকতে পারে না। এখনও পর্যন্ত যত টাইপের অভিনয় তিনি করেছেন, এরকম ভ্যারাইটি চরিত্র বাংলাদেশে মনে আর কেউ করেন নি। এক্ক নাতকের তার জুড়ি মেলা ভার।
চলিচ্চিত্রে মোশারফ করিম (Mosharraf Karim Film)
এক ময়রার চরিত্র দিয়ে মোশারফ করিমের চলিচ্চিত্র জগতে প্রবেশ। তৌকির আহমেদ পরিচালিত আমজাত হোসেনের একটি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়। বিখ্যাত লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ-এ অভিনয় করেন মোশারফ। আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন পরিচালক মোস্তাফা সারোয়ার ফারুকী পরিচালিত টেলিভিসন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন। তাছাড়া তিনি ছবিতে অভিনয় করেন। এপার বাংলায় ব্রাত্য বসুর পরিচালনায় একটি অববদ্য চরিত্রে অভিনয় করে, ছবির নাম ডিকসনারী ।
মোশারফ করিমের (Mosharraf Karim) অর্থ উপার্জন ও সম্পদের পরিমাণ
এই সময়ে বাংলাদেশের সেলিব্রিটিদের বা অভিনয় জগতের তারকাদের মধ্যে সেরা ধনীর এক তালিকা মোশারফ ভাইয়ের নাম দ্বিতীয় স্থানে। ঢাকায় মোশারফ করিমের যে বাড়িটা আছে তার দাম আট কোটি টাকা। এছাড়াও তার আরো একটা কোটি চারেকের বাড়ি আছে। স্থাবর সম্পত্তির মোট পরিমাণ ১৫ কোটিরও বেশি। মোট তিনটে গাড়ি, প্রাডো টয়টা, এবং করলা সিরিজের গাড়ি। তিনটি গাড়ীর মোট মূল্য এক কোটি টাকা। শোনা যাচ্ছে তার ব্যাংকে ও মোট সম্পদের অর্থমূল্য ২২৭ কোটি টাকা। একসময় প্রথম ছবিতে কাজ করার জন্য তিনি কোনো টাকা নেন নি, এরপর একটি কাজে পেয়েছিলেন দু হাজার টাকা, এরপর সেটা চার হাজারে ওঠে। আর আজ সেটা এক লক্ষ তিরিশ হাজার ছাড়িয়েছে।
মোশারফ করিম (Mosharraf Karim) সম্পর্কে শেষ কিছু কথা
একজন মানুষের এই সাফল্যের পেছনে কে আছে আমরা কেউ বলতে পারবো না। তবে তার অভিনয় ও তার জীবন সংগ্রামের কথা পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন দক্ষতার কোনো বিকল্প নেই। একজন মানুষের দক্ষতা আর তার অর্জিত গুণাবলি তাঁকে একদিন সফল করবেই।
আর একটি বিষয় খুব গুরুত্রপূর্ণ অভিনেতা মোশারফ করিম আর মানুষ মোশারফ করিম। এর মধ্যে কোনো অহমিকা নেই। পরিপূর্ণ জ্ঞান নিয়েই তিনি একটি চরিত্র নির্মান করেন। তিনি নিজে অবশ্য অভিনয় কলা ব্যাপারটি, নিজের ভেতরে থাকার বিষয়টিকে বেশি গুরুত্ব দেন। কিন্তু দক্ষতা আসে অধ্যাবসায় ও চর্চা থেকে। যে দুটো কাজ তিনি সমান তালে রপ্ত করেছেন। আর সর্বোপরি আছে তার মনুষ্যত্ব। তার বোধ। জীবন চর্যায় স্বাভাবিকতা। যা তার কথায় বার বার প্রকাশ পায়।
তিনি একজন কৌতুকাভিনেতাও। একজন কৌতিকাভিনেতাকে সমাজ কি দৃষ্টিতে দেখেন, সে সম্পর্কে তিনি সজাগ। একজন গুরু গম্ভীর লোককে মানুষ সমীহ করে, আবার যিনি ভয় দেখান তাকে সম্মান করে। কিন্তু যিনি মানুষকে হাস্যরসে সিক্ত করেন তাকে ভীষণ হালকাভাবে নেয় এই মানুষ। আর মানুষের এই চরিত্রকে তিনি দাসত্বের সাথে তুলনা করেন। দীর্ঘদিন ধরে ইংরেজদের শাসনে থেকে আমাদের মধ্যে এই দাসত্ব ঢুকে গেছে, এমনই মত তিনি পোষণ করেন। এই বোধ তাকে অনুভব প্রবণ করে তোলে, আর এই ফর্মুলাতেই হয়তো তিনি এতো প্রাণবন্ত অভিনয় করেন। তিনি বাজার বোঝেন। তিনি শিল্পও বোঝেন। তিনি মনে করেন বাজারের সাথে তাল মিলিয়ে চললে সৃষ্টিশীলতা নষ্ট হয়। আর একজন অভিনেতা যদি তাঁর ক্রিয়েটিভ জায়গাটা থেকে সরে আসেন তাহলে সেই শিল্পী ক্ষণস্থায়ী। এই সম্পর্কে তাঁর একটি প্রশ্ন দিয়ে শেষ করছি।
‘মানুষকে আমরা বিনোদন দিচ্ছি নাকি মানুষকে অস্থির করে তুলছি?’ – মোশারফ করিম
মোশারফ করিমের (Mosharraf Karim) সম্মান ও পুরস্কার
- মেরিল প্রথম আলো পুরস্কার গুলো
- ২০০৮ সালে আলমারি নাটকের জন্য
- ২০০৯ সাথে হাউস্ফুল নাটকের জন্য।
- ২০১১ সালে চাঁদের নিজস্ব কোনও আলো নেই নাটকের জন্য।
- ২০১২ সালে জর্দা জামাল নাটকের জন্য
- ২০১৩ সালে সেই রকম চা খোর নাতকের জন্য।
- ২০১৩ সাকে সিকান্দর বক্স এখন বিরাত মডেল এর জন্য
- ২০১৪ সালে সেই রকম পান খোর নাটকের জন্য।
- ২০১৫ সালে সিকান্দর বক্স এখন নিজ গ্রামে নাটকের জন্য
- ২০১৬ সালে বউগিরি নাতকের জন্য।
এছাড়া পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবে পরস্কার পান জালালের গল্প সিনেমায় অভিনয়ের জন্য। উনি আরটিভি স্টার এওয়ার্ড পান তিন বার যথাক্রমে পার্শ্ব-প্রতিক্রিয়া, যমজ ও আশ্রয় নাটকের জন্য।
৪২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কমলা রকেট সিনেমার জন্য। যদিও তিনি পুরস্কারটি ফিরিয়ে দেন কারণ পুরস্কার টি ছিল কৌতকাভিনয় শিল্পী বিভাগে। মোশারফ মনে করেন এই পুরস্কার কোনোভাবেই কৌতুকাভিনয় বিভাগে যায় না।
মোশারফ করিমের (Mosharraf Karim Natok) নাটক
- অতিথি
- হেফাজ ভাই
- দুই রুস্তম
- ফ্লেক্সিলোড
- কিংকর্তব্যবিমূঢ়
- আউট অফ নেটওয়ার্ক
- জুয়া
- সুখের অসুখ
- সিরিয়াস কথার পরের কথা
- সন্ধান চাই
- লস
- ঝাল মুড়ি
- সিটি লাইফ
- বিহাইন্ড দ্যা সিন
- ক্যারাম প্রথম পত্র
- ক্যারাম দ্বিতীয় পত্র
- কথা দিলেম তো
- হাতেম আলি
- জর্দা জামাল
- বউচি
- চাঁদের আলোয় কয়েকজন যুবক
- চাল বাচাল
- অফ দ্যা রেকর্ড
- সাদা গোলাপ
- এ গ্রেট মিস্টেক ইন মাই লাইফ
- আবু করিম
- কোরবান আলীর ব্যাংক ব্যালেন্স
- আবুল কবিরাজ
- আগামীকাল
- আজকের দেবদাস
- আমেরিকা
- অসুখ
- আমি হিমু হতে চাই
- বিভ্রম ভালবাসার গল্প
- বংশ রক্ষা
- গন্তব্যর দিকে
- বনলতা সেন
- বর+বৌ = ?
- বসরাই গোলাবের সৌরভ
- ছাইয়া ছাইয়া
- চ্যালেঞ্জ
- চোর তিথি আর আমি
- কামিং সুন
- দেনমোহর
- দেয়ালহীন দরজা
- দর্প হরণ
- একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল
- ইতি এবং
- ফোর্থ সাবজেক্ট
- হাতা বাবা রিটার্ন
- কোরিয়ান
- ব্যাংকক
- কালো ভ্রমর
- ল্যাইছ ফিতা
- লস প্রজেক্ট
- লস্ট অ্যান্ড ফাউন্ড
- মেঘ বন্ধু
- নাটক শেষ ভালবাসা শুরু
- নৈশভোজ
- পিক পকেট
- পয়েন্ট থ্রী
- পল্টিবাজ
- রঙ্গিন ফানুস
- সংখ্যাতত্ত্ব
- শূন্যস্থান পূরণ
- শূন্যতায় বোনা ঘর
- ঠগবাজ
- ঠুয়া
- তৃতীয় পক্ষ
- ভায়োলিন
- ভূগোল
- ভ্রমর
- বাড়াবাড়ি
- ঢেউ পোলাও ডট কম
- চা অথবা কফি
- বন্ধু আমরা তিনজন
- মানিব্যাগ
- একটি ঘটনা অথবা দুর্ঘটনা
- ভেজাল
- শর্টকাট
- জন্মদিন
- চাইছি তোমার বন্ধুত্ব
- যমজ
- প্রিয় পারভিন
- গরিবের বন্ধু
- কবি বলেছেন
- আন্তনগর
- মোবাইল কোর্ট
- ভুল এবং অনুতপ্ত
- দেবদাস হতে চাই
- জিম্মি
- লুঙ্গী
- দেওয়াল আলমারি
- ঢাকা মেট্রো ভ
- ফাউল
- কেছিকল
- রং
- চৌধুরি সাহেবের ফ্রী অফার
- স্বপ্নে দেখা রাজকন্যা
- তালা
- টক শো
- ডাকাত
- বউ কথা কও
- নাগরিক
- উচ্চ মাধ্যমিক সমাধান
- ডাক্তার জামাই
- মানি ইজ নো প্রবলেম
- বৃত্ত
- জুতা বাবা
- গন্তব্যের দিকে
- পসারি
- না ভোট
- ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
- মুদ্রাদোষ
- পারি
- ছেলে ধরার কল
- সত্য বালক
- শোয়া বাবা
- সিকান্দার বক্স এখন অনেক বড়সিকান্দার বক্স এখন বিরাট মডেল
- সিকান্দার বক্স এখন কক্সবাজারে
- সিকান্দার বক্স এখন পাগল প্রায়
- সিকান্দার বক্স এর হাওয়াই গাড়ী
- সিকান্দার বক্স এখন বান্দরবানে
- সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি
- সিকান্দার বক্স এখন নিজ গ্রামে
- সোনার ডিম
- প্রথম সূর্যের গল্প
- হারানো সুর
- সিমিলার টু
- কঠিন প্রেম
- লা লাটিম
- ভালবাসার গল্প ফুল
- ভালোবাসার উল্টোপিঠ
- ভালবাসার এবেলা ওবেলা
- চন্দ্র বিন্দু
- গরু চোর
- চোর ও নভেলিস্ট
- শুধু একটু বিরহের জন্য
- একটি নোট
- দূরত্ব বজায় রাখুন
- না মানুষ
- প্রথম প্রেম
- পাইরেসি
- গুগল ডট কম
- কথা দিলেম তো
- স্বপ্নজাল
- সবিনয় জানতে চাই
- সুপাত্রের সন্ধানে
- কাউন্টার মাস্টার
- চুপ! ভাই কিছু বলবে
- ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউয়ের জলে
- পান পাতা মুখ
- ফাঁদ ও বগার গল্প
- মাইনাসে মাইনাসে প্লাচ
- নেগেটিভ পজিটিভ
- মিথ্যুক
- ফ্লাইওভার
- তিনি একজন সৌভাগ্যবান
- দ্যা মিস্টরিয়াস আইল্যান্ড
- দ্যা আরটিষট
- একটি ঈদের জন্য
- আতঙ্ক
- মানিকজোড়
- ডানা ভাঙ্গা স্বপ্ন
- অফ দ্যা ফুটবল
- দ্যা নিউ হাতেম আলী
- দেবদাস
- সেই রকম চা খোর
- বউ চোর
- সরল গল্প
- পাপ
- হাই প্রেশার
- সিন্দুক
- চেরাগ
- লাল বাক্স
- ভেজাল মন্ডল
- চিলেকোঠা
- ২০ তারিখ আমার বিয়ে
- চোরের ভবিষ্যৎ
- এলোমেলো শব্দের জলসিঁড়ি
- দ্বিতীয় স্থান থেকে
- প্রেমের জন্য পাগল
- আমি মফিজ
- সিরিয়াস একটা কথা আছে
- লাভ ইন বরিশাল
- চিটার
- বাবুল স্যার
- পিরিতের কাঙাল
- পিরিত
- স্বপ্ন ও ভ্রূণ
- কাকতাড়ুয়া
- তালা পরা তালা বাবা
- হাওাই মিঠাই
- গেট
- বর্ষার দু দিন
- চোরের মন পুলিশ পুলিশ
- সাক্রাইন
- স্বপ্ন সমীকরণ
- লিটল ম্যাগ
- ভেলকি
- ভালো মানুষ
- পারফিউম
- ওথেলো সিনড্রোম
- শাজাহানের তিন দিন
- স্বপ্নের জাল
- শাড়ী
- সিটি লাইটস
- পকেট মার
- তিতা মিঠা মধুচন্দ্রিমা
- সেই রকম ঝালখোর
- বিহাইন্ড দ্যা ট্র্যাপ
- লায়েক চাঁন দি গ্রেট
- সাধারণ গণিত
- টাপুর টুপুর অপেরা
- প্রেম পাগল
- ঘুম বাবু
- তিন বেকারের কর্মশালা
- চিঠি দিও প্রতিদিন
- সুখ টান
- বন্ধু এবং ভালবাসা
- নিজস্ব সম্পত্তি
- কাজের বুয়া
- পাত্র চাই
- ভণ্ড প্রেমিক
- সেলফি
- জগতি
- হরতাল
- সাধারণ জ্ঞান
- সুপারম্যান
- যমজ ২
- ডেঞ্জার ম্যান
- সেই রকম পানখোর
- ঠাডা
- চান্স মাষ্টার
- দ নয় ধ
- প্রেম ও প্রতিশোধের গল্প
- রতন ডাকাতের দেশটা
- অভিনেতা
- আমি স্পেশাল মানুষ
- প্রায় রকস্টার
- ভয়ঙ্কর অভিনেতা
- হিরার নেকলেস
- ব্রেক অফ স্টাডি
- টু লেট
- তনু
- হিরো
- রেড এলার্ট
- হিটার
- আমি মফিজ হতে চাই
- আউট অফ রুলস
- অর্থবহ চিরকুট
- কনফেসন
- মমিন মৃধা বাড়ী নেই
- শূন্য
- বউয়ের জ্বালা
- এল বি ডব্লিউ
- দ্যা বিজনেস অফ বাটপারি
- রাস্কেল
- অসমাপ্ত প্রেমের গল্প
- মেহমান
- শাড়ি
- আষাঢ়ে গল্প
- ঝুলুন্ত বাবুরা
- হাবিলদার হাতেম
- মমিন মৃধা
- দুই নম্বর
- মনুষ্যত্ব
- তখনও সূর্য ডোবেনি
- ঘুম ভাঙ্গা এক বিকেল
- বাটপার
- যমজ ৩
- চাঁদে চন্দ্র বিন্দু নেই
- যোগফল শূন্য
- ঘুণপোকা ও শেষ রাতের গল্প
- কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না
- চান্স মাষ্টার
- ফ্যান্টাস্টিক তরফদার
- সেন্সলেস
- জামাই শ্বশুর
- দ্যা নিউ হাতেম আলি
- সেই রকম ঘুষখোর
- হ্যালো
- মীরজাফর
- রঙ
- ক্ষুদা
- একজন রিক্সাওয়ালা
- প্রেম ভাইরাস
- ঘুম বাবুর বিয়ে
- লুলু বুলু
- ইক্লিপ্স
- সুশীল
- শিক্ষা সফর
- প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন
- কট মেরিজ
- যমজ ৪
- কান পড়া
- ব্যাকআপ আর্টিস্ট
- এনালগ ভালবাসা
- সুপারম্যান
- তারা খান
- আসিতেছে তারা খান
- মেডেল
- ক্ষুধা
- অলৌকিক মানুষ
- কৃষকের বন্ধু ফ্লোরা
- আমি ভিলেন হতে চাই
- পুরান ঢাকার ফুল ভাই
- একটি আদর্শ বিদ্যালয়
- আজ শুভ দিন
- সুইচ অফ
- প্যারা
- দাওয়াই
- কথা দিলাম তো
- ফাঁদ
- লাল টি-শার্ট
- দুষ্টু ছেলের দল
- দ্বিধা
- নাসের গ্যাং ০০৯
- প্রত্যাবর্তন
- সিগারেট জামাই
- ঘূর্ণিঝড়
- নষ্ট প্রেম
- বুইড়া বিয়ে
- চোর
- মিথ্যুক
- সিলেটি বউ
- বোকা খোকা
- মূর্খ সার্টিফিকেট
- কালো চশমা
- আপন কথা
- মানবতা
- প্রেমিকা অপহরণ
- রসগোল্লা
- আমি কে
- শত্রু প্রেম
- সাদা সিধে মানুষের গল্প
- প্রপোজ
- প্রেমিকা চোর
- কুহক ও বোবা জোনাকি
- প্রেমের গল্প
- কাঁটা
- মিস ফায়ার
- একটা লাইক দেবেন প্লিজ
- যমজ ৫
- সুইস অফ
- আঙ্গুর ফল টক
- স্মার্ট বয়
- সিনেমাটিক
- দুই বান্দর
- ল্যাম্প
- বান্দরবান
- হাত বদল
- হিটার
- মহিনের পাদুকা জোড়া
- কিড সোলায়মান
- রক
- বউগিরি
- এভারেজ আসলাম
- জান কুরবান
- ধান্দাবাজি
- মিসফায়ার
- এই গল্পটা হাসির
- লায়েক চাঁন দি গ্রেট
- টেস্ট
- আতঙ্ক
- কোনো এক প্রেমিক
- লাভলু
- মাইনাসে প্লাসে মাইনাস
- বৌয়ের জ্বালা
- সুখের খনি
- মিস্টেক ভালবাসা
- ভালবাসা কারে কয়
- ঘাট কাপড়
- চুপ, ভাই কিছু ভাবছে
- ঢেউ
- চুন্নু এন্ড সন্স
- এই সময় সেই সব মানুষেরা
- মেঘবালিকা
- আধারের ঋণ
- জি স্যার ঠিক বলেছেন
- হাতেম
- খেলা
- প্রেম ও ভালবাসা
- একটি গোলাপ
- ঘাউরা মজিদ
- মেজার ফরটি নাইন
- বেয়াদব জামাই
- ফাটা বালক
- জান
- শিক্ষা সফর
- মাফ করবেন প্লিজ
- একজন ক্রিয়েটিভ লোকের কোর্ট মেরেজ
- মেন্টাল
- বলদ
- টো-লেট
- ঘাড়তেরা বউ
- সেই রকম ঘুষখোর
- গ্রেট চাপাবাজ
- একজন রিকশাওয়ালা
- ফ্লাই ওভার
- ফাঁপর মান্না
- কলমিলতা
- আমি যারে খুঁজি
- হাইপোথিস
- হার্ট এ্যাটাক
- মায়া কান্না
- চড়কি
- একচামচ পুষ্টিকর প্রোটিন
- একজন মায়াবতী ও দুই মেকানিক
- বাটপারি ব্যবসা
- মাহিনের পাদুকা জোড়া
- কাজের ছেলে বুয়া
- ভালোবাসার সুপ্ত অনুভূতি
- পাওয়ারফুল
- জোর করে বিয়ে
- দেয়ালহীন দরজা
- ডিজিটাল বনবাস
- জগতী
- বুইড়া বিবাহ
- আমি স্পেসাল মানুষ
- আমি ভিলেন হতে চাই
- তুমি কি এখনো আমার তুমি
- আউট
- জিনিয়াস
- যমজ ৬
- কবুল
- চন্দ্রজয়
- প্রথম সূর্যের গল্প
- বিয়ের কি মজা
- যুদ্ধ
- শর্টকাটে বাড়িওয়ালা
- নাগরিক
- বাপের বেটা
- লং মার্চ
- হাড়কিপ্টে
- আবারো তারা তিনজন
- ব্যকআপ আর্টিস্ট
- তেলু চোর
- মিস্টার মদন
- তিনি আর অভিনয় করবেন না
- যমজ ৭
- স্মার্টবয়
- চোরার ঘরে চোরা
- গাঁদা ফুলে আমার শরীর চুলকায়
- সাক্ষাৎকার
- একটি সাদা ঘুড়ির স্বপ্ন
- জন্ম
- এভরিথিং ইস ফেয়ার
- বিয়া করে বাড়িওয়ালা
- বাটপার আলী
- বিবাহ সমাচার
- চকচক করলেই সোনা হয়না
- দাদার দেশের ডাক্তার
- মাহিনের অনেক সাধের ঘড়ি
- স্মার্টবয় এখন মালোশিয়া
- টার্গেট সেকেন্ড হোম
- থার্ড পারসন
- আকান্দা
- বিবেকের লাঠি
- বডিগার্ড হোসেন
- দিবারাত্রি কোরিয়ার সার্ভিস
- ঘাউড়া মজিদ এখন পেরেশানে
- শেখ সাদির সেইসব দিনরাত্রি
- যমজ ৮
- ম্যারিড লাইফে এভারেজ আসলাম
- সদা ভয় সদা লাজ
- সরল মানুষ
- উৎকোচ
- দ্য জেন্টেলম্যান
- এভারেজ আসলাম ইজ নট এ ব্যাচালর
- মাহিনের নীল তোয়ালে
- প্যারা ৪
- অভিনয়
- লাইফ ইজ কালারফুল
- বুলির বেল্কনি
- চোর ও চুরি
- মানুষ অমানুষ
- সব চরিত্র কাল্পনিক নয়
- অভিনন্দন
- ইস্যু
- ইতি ও ভালোবাসা
- মার্গারেট ও চন্ডি কথক
- মীরজাফরের মৃত্যু চাই
- মধ্যবিত্তনামা
- ঘাউড়া মজিদ এখন শ্বশুর বাড়ি
- মেজাজ ফরটি নাইন ২
- কপালের নাম গোপাল
- কুসুম কুসুম প্রেম
- তোমাকে চাই
- ঢাকাইয়া কোরবানি
- স্টার জন শাহ্
- বন্ধু আমরা
- দ্য বস
- গোলাপী ঘুড়ি
- মাছের দেশের মানুষ
- ঘাওড়া মজিদ হানিমুনে
- গুলজার
- জীবন বাবুর চিঠি
- সোনা বৌ
- লক্ষ্মী ছেলে
- ওপেন টি বায়োস্কোপ
- শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে
- ফেরারি মন
- যমজ ৯
- ওরে বাবা মান সম্মান
- বিউটি ফোবিয়া
- সান্ত্বনা দে
- ব্রেইন ওয়াশ
- হাই প্রেসার ২
- চশমা পরিবার
- মাহিনের লাল ডায়রি
- সারপ্রাইজ
- আমি একজন হাতেম তাঈ হতে চাই
- অতি লোভে তাঁতি নষ্ট
- প্রফেসর টম এ্যান্ড জেরি
- তগদীর
- এখানে জীবনানন্দ নেই
- হাই প্রেসার
- হাই প্রেসার ২
- উগান্ডা মাসুদ
- যমজ ১০
- গৃহ শিক্ষক দিচ্ছি নিচ্ছি
- ঘাউরা মজিদ এখন ব্যবসায়ী
- ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক
- হিটলারের মৃত্যু চাই
- দানব
- দরদী মজনু
- ক্যারিয়ার
- বন্ধু আমরা
- আস্থা
- আবুলের ব্রেইন ওয়াশ
- হায় সমশেদ
- হায় বেবি
- বিয়ের দাওয়াত রইলো
- শালার জ্বালা
- মাহিনের রূপবান বিয়ে
- বুজুগ
- পোশাকে বংশের পরিচয়
- সঙ্গীত প্রেমী
- কিড সোলয়মান ২
- ওস্তাদের মাইর মাঝ রাতে
- ভন্ড যুগল
- স্টার জনশাহ্
- বিয়ে চাঁদে
- ফ্যাট ম্যান
- ঠিকানা
- দ্যা বস
- ও ডাক্তার
- নীল দংশন
- লুজার্স
- কবুলিয়তনামা
- রাজন দ্যা কিং
- সেই রকম কাচ্চিখোর
- আদম
- তখনও সূর্য ডুবেনি
- মুই বরিশাইল্লা মুই বাংলাদেশী
- এক বৈশাখী ভোরে
- যে শহরে টাকা ওড়ে
- যমজ ১১
- যমজ ১২
- স্বর্ণমানব-৩
- আই অ্যাম আন্ডার অ্যারেস্ট
- পরী ও পানির বোতল
- গল্পওয়ালা
- রোদের অপেক্ষা
- ডিভোর্স ফটোগ্রাফি
- সাইজ ডাসনট ম্যাটার
- মাটির ব্যাংকে ভালোবাসা
- পাগল মন
- প্রেম বিজ্ঞান
- বনলতা আর জোনাকির গল্প
- এ ডে উইদাউট ফোন
- ভাইরাল মাসুদ
- উচ্চতর ভালোবাসা
- এই বৈশাখী ভোরে
- এখানে তো কোন ভুল ছিলো না
- লুকিয়ে বাঁচুক ভালোবাসা
- ম্যাগনেট বাবু
- কন্ট্রাক
- রাতপ্রহরী ফুলনদেবী
- বোধ
- অনাত্মীয় দম্পতি (২০২১)
- প্রচ্ছদ (২০২১)
- বদলে যাওয়া মানুষ (২০২১)
মোশারফ করিমের ধারাবাহিক নাটক (Mosharraf Karim Natok)
- ৪২০
- তোমার দোয়ায় ভালো আছি মা
- এফ এন এফ (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি)
- জিম্মি
- এই সময় সেই সব মানুষেরা
- এইম ইন লাইফ
- আষাঢ়ের গল্প
- দশ হাজার এক টাকা
- এফ ডি সি
- ফিফটি ফিফটি
- ঘর কুটুম
- ভবের হাট
- ঘোড়ার ডিম
- হাউসফুল
- মামা ভাগ্নে
- পরশি বাড়ি
- পাটি গণিত
- মাইক
- মফিজ কট
- জামাই মেলা
- পুতুল খেলা
- রেড সিগন্যাল
- গরিবের বন্ধু
- মোহর শেখ
- সাকিন সারি সুরি
- সুখটান
- কালার অফ ক্যামব্রিজ
- রেডিও চকলেট
- ফোবিয়া
- ধান্দা
- কবুলীয়তনামা
- পেরেশান
- লং মার্চ
- হাড় কিপটে
- ইউনিভার্সিটি
- ইয়েস বস নো বস
- পরিবার করি কল্পনা
- আনন্দগ্রাম
- তিনি আসবেন
- রাস্কেল
- আদর্শ লিপি
- জোৎস্নাকাল
- অতিথি পাখি
- নগর আলো
- হাটা বাবা রিটার্ন
- ভায়োলিন
- শেষ বিকেলের গান
- চলিতেছে সার্কাস
- লড়াই
- এই কূলে আমি আর ওই কূলে তুমি
- দ্যা ভিলেজ ইঞ্জিনিয়ার
- ঝামেলা আনলিমিটেড
- নো ম্যানস ল্যান্ড
- অচেনা প্রতিবিম্ব
- টেন মিলিয়ন ডলার
- অর্কিড
- আমার কিছু মেঘ আছে
- হাওয়ায় মিঠাই
- ভালোবাসা কারে কয়
- চাটাম ঘর
- চাঁদের নিজস্ব কোন আলো নেই
- চাঁন বিরিয়ানী
- বিবাহ হবে
- প্রিয়জন
- মেডেল