কলকাতা – সিঙ্গল বেঞ্চ আগেই ২ লাখ টাকা জরিমানা করেছিল। কিন্তু নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য আবেদন জানিয়েছিলেন ডিভিশন বেঞ্চে। কিন্তু সেই ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল সাত দিনের মধ্যে নির্ধারিত জরিমানার ২ লাখ টাকা জমা দিতে হবে প্রাক্তন পর্যদ সভাপতিকে।
সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া ওই টাকা স্বল্প মেয়াদি প্রকল্পে সঞ্চিত থাকবে। তৃণমূল বিধায়ক মানিকের পক্ষে আদালতের রায় গেলে তিনি টাকা ফেরত পাবেন।
ঘটনা হল, ২০১৪ সালের টেটে বসেছিলেন মালারানি। অভিযোগ, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না, পর্ষদ তাঁকে জানায়নি। মামলকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু’টি পরীক্ষাতেও বসতে পারেননি তিনি। এই ভাবেই কেটে গিয়েছিল ৮ বছর। এরপর তিনি হাই কোর্টে মামলা করলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে এরজন্য দায়ী করে ২ লাখ টাকা জরিমানা করেছিল। এবং সেই টাকা ১৫ দিনের মধ্যেই আদালতে জমা দেওয়ার আদেশ দিয়েছিল।
কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের সেই রায় মেনে নেননি মানিক ভট্টাচার্য। বরং সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা ঠুকেছিলেন। কিন্তু এবার ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ যে আদেশ দিয়েছিল তারমধ্যে কোনও ভুল নেই।